তিতাসের সরবরাহ শুরু

দুই সপ্তাহ ধরে সরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের ( এলপিজি) সংকট রাজধানীতে।এর মধ্যে চার জানুয়ারি আমিন বাজারে পাইপলাইন ছিদ্র হওয়ায় এক সপ্তাহ ধরে কম চাপে গ্যাস পাচ্ছেন ঢাকাবাসী ।এতে ভোগান্তিতে পরেন ঢাকাবাসী।
এরমধ্যে আজকে আবার নতুন দূর্ঘটনা ঘটেছে।এতে গ্যাসের চাপ আরও কমে যায়। সকালে তিতাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় , মিরপুর রোডে গনভবনের সামনে চার ইঞ্চি ব্যাসের ভালব ফেটে ছিদ্র তৈরি হয়।এটা মেরামতের জন্য বেশ কয়েকটি ভালব বন্ধ রাখায় বিতরন লাইনে গ্যাসের চাপ কমে যায়।বিতরন লাইনে চাপ সীমিত করায় ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলী সহ সংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্প চাপ রয়েছে।
আমদানি কম হওয়ায় ডিসেম্বরের শেষ সপ্তাহ ধরে বাজারে ( এলপিজি) সরবরাহ কমে গেছে। মানুষ দোকানে দোকানে ঘুরে গ্যাস পাচ্ছে না।পেলেও ১ হাজার ৩০৬ টাকার ১২ কেজির এক সিলিন্ডার গ্যাস কিনতে হচ্ছে দুই হাজার থেকে আড়াই হাজার টাকায়।
দুই ধরনের গ্যাসের সংকট হওয়ায় অনেক জায়গায় মানুষ রান্না করতে পারছেনা। যারা স্বচ্ছল তারা বৈদ্যুতিক চুলা কিনে ফেলছে।তবে বিপাকে পরেছে স্বল্প আয়ের মানুষেরা।