আন্তর্জাতিক

চীনা পণ্য বয়কটের আহ্বান ভারতবাসীর, সর্বদলীয় বৈঠকের ডাক মোদীর

পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সীমান্ত সংঘর্ষের জেরে দুই দেশেরই সেনা সদস্যের মৃত্যু ঘটেছে। ভারতের ২০ সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে এ পর্যন্ত।

সীমান্ত পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার (১৯ জুন) বিকেল ৫ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠক হবে।

এদিকে চীনের সঙ্গে এই সীমান্ত উত্তেজনা ক্ষুব্ধ ভারতবাসী। বিভিন্ন অঞ্চলে চীনা পণ্য বয়কটের আহ্বান জানানো হচ্ছে।

কলকাতাবাসীরাও এমন ডাক তুলছেন। চীনের উদ্দেশ্যে তাদের বক্তব্য, ‘এটা ১৯৬২ সালের ভারত নয়, ২০২০ সাল। এখন চোখে চোখ রেখে ভারতীয় সেনারা চীনকে জবাব দিচ্ছে, দেবে’।

এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় চীনা পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন লাদাখবাসী ইঞ্জিনিয়ার সোনম ওয়াংচুক। তার করা একটি ভিডিওতে সংহতি জানিয়েছে লাখ লাখ ভারতীয়। স্বল্পতম সময়ের মধ্যেই ভিডিওটি ৪১ লাখ ভিউ হয়েছে। ভিডিওতে বলা হয়, তাতে ‘আর্মি দেগি বুলেট সে, নাগরিক দেগি ওয়ালেট সে।’ অর্থাৎ ভারতীয় সেনারা গুলির জবাব গুলিতে দেবে, আর নাগরিকরা জবাব দেবে চীনা পণ্য ও অ্যাপ না-কিনে মানিব্যাগের মাধ্যমে।

এ ধরনের আহ্বান আরও জোরালো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

 

Related Articles

Leave a Reply

Back to top button