আন্তর্জাতিক

ভারত-চীন উত্তেজনা, জাতিসংঘের উদ্বেগ

লাদাখের বিরোধপূর্ণ নিয়ন্ত্রণ রেখায় ভারত ও চীনের সহিংসতা ও মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার (১৬ জুন) জাতিসংঘ মহাসচিব অ্যান্থোনিও গুতেরেস তার মুখপাত্রের মাধ্যমে উভয়পক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। খবর ভয়েস অব আমেরিকা।

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে মঙ্গলবার ভারত-চীন সংঘর্ষে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগের কথা জানান তার মুখপাত্র এরিক কানেকো। গুতেরেস বলেন, ‘আমরা ভারত ও চীনের মধ্যবর্তী সীমান্ত লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে (এলএসি) সংঘর্ষ ও হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি। একইসঙ্গে উভয়পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। তবে এটা ইতিবাচক যে, উভয় দেশ উত্তেজনা নিরসনে উদ্যোগ নিয়েছে।’

দিল্লির দাবি, লাদাখ সীমান্তে চীনা সৈন্যদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভারতের একজন কর্নেলসহ মোট ২০ সেনাসদস্য নিহত হয়েছে। এ সংঘর্ষে চীনের অন্তত ৪৩ সেনা নিহত অথবা গুরুতর আহত হয়েছে বলেও দাবি তাদের।

Related Articles

Leave a Reply

Back to top button