করোনাজাতীয়

চীনা মেডিক্যাল টিম থেকে লাভবান হবেন দেশের চিকিৎসকরা

চীনা মেডিক্যাল টিম থেকে অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের চিকিৎসকরা লাভবান হবেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (১৭ জুন) ঢাকা, সিলেট ও চট্টগ্রামের চিকিৎসকদের সঙ্গে চীনা মেডিক্যাল টিমের সদস্যদের ভিডিও কনফারেন্সে যোগদিয়ে এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

এসময় তিনি বলেন, আমি বিশ্বাস করি চীনা মেডিক্যাল টিম থেকে বাংলাদেশের চিকিৎসক ও টেকনিশিয়ানরা লাভবান হবেন।

ড. মোমেন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে চীন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। চীন সরকার, আলী বাবা ফাউন্ডেশন, জ্যাক মা ফাউন্ডেশনসহ আরো বিভিন্ন চীনা প্রতিষ্ঠান বাংলাদেশকে মাস্ক, পিপিইসহ নানা চিকিৎসা সুরক্ষা সামগ্রী সহায়তা দিয়েছে।

করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ নানা পদক্ষেপ নিয়েছে। এই ভাইরাসের প্রতিরোধে বাংলাদেশ-চীন একে অপরকে সহযোগিতা করছে। এই কঠিন সময়ে চীনের সহযোগিতা আমরা অবশ্যই স্মরণে রাখবো।

চীন থেকে কোভিড-১৯ রোগের সেবা দিতে দেশটির ১০ সদস্যের মেডিক্যাল টিম গত ৮ জুন ঢাকায় আসে। এই টিমে চীনা বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও প্রযুক্তিবিদরা রয়েছেন। চীনা মেডিক্যাল টিম করোনা আক্রান্ত রোগীদের পরিদর্শন করছেন এবং মনোনীত হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টার ও পরীক্ষাকরণ কেন্দ্রগুলোতে কাজ করছেন।

Related Articles

Leave a Reply

Back to top button