Leadঅপরাধ-আদালতএনএনবি বিশেষচট্রগ্রামজাতীয়জেলার খবর

সীমান্তে মাদকের ডিজিটাল সিন্ডিকেট, ওয়াকিটোকি ব্যবহার

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা কসবা। ভৌগোলিক অবস্থানের কারণে দীর্ঘকাল ধরেই এই অঞ্চলটি মাদক ও ভারতীয় পণ্য চোরাচালানের ট্রানজিট পয়েন্ট হিসেবে পরিচিত।

তবে সম্প্রতি এই অপরাধ জগতে এসেছে আমূল পরিবর্তন। সনাতন পদ্ধতির বদলে এখন মাদক চোরাচালান ও বিভিন্ন পণ্য পাচারে সিন্ডিকেট পরিচালিত হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। বিজিবি ও পুলিশের গোয়েন্দা বাহিনীর নজরদারি এড়াতে এবং নিজেদের অপারেশন নিশ্ছিদ্র করতে তারা ব্যবহার করছে অত্যাধুনিক ওয়াকিটোকি এবং এনক্রিপ্টেড যোগাযোগ মাধ্যম। এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই ভয়ঙ্কর ডিজিটাল সিন্ডিকেটের চাঞ্চল্যকর তথ্য।

নেপথ্যের নেতৃত্বে রয়েছে বাদশাহ জুয়েলসহ অন্তত ১০ থেকে ১২ জনের কারবারির টিমে রয়েছে প্রায় ২০০ সদস্য।

কসবার শীর্ষ মাদক সম্রাট হিসেবে পরিচিত বাদশাহ জুয়েলসহ দুর্ধর্ষ ১০ / ১২ মাদক সম্রাট নিয়ন্ত্রণ করছে বলে এলাকায় চাউর রয়েছে। এছাড়া এলাকায় এসেছে নতুন প্রজন্মের গ্যাং লিডার। বর্তমানে কসবার মাদক সাম্রাজ্যের একচ্ছত্র নিয়ন্ত্রণ এই সিন্ডিকেটের হাতে।

অনুসন্ধানে জানা যায়, এই মাদকের কারবারকে কেবল পেশি শক্তির ওপর টিকিয়ে না রেখে একে একটি প্রযুক্তিগত কাঠামোর ওপর দাঁড় করিয়েছে। তারা কসবা সীমান্তকে এমনভাবে নেটওয়ার্কিংয়ের আওতায় এনেছে যে, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি পদক্ষেপ তাদের নখদর্পণে থাকে।

আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি ফাঁকি দিতেই ওয়াকিটোকি ব্যবহার করছে এই সিন্ডিকেট। সবচেয়ে চমকপ্রদ এবং বিপজ্জনক দিক হলো তাদের যোগাযোগ ব্যবস্থা।

গোপন তথ্য অনুযায়ী, চিহ্নিত এই মাদক চক্রটি ভারত থেকে ঢাকা পর্যন্ত মাদক পৌঁছে দেওয়ার দীর্ঘ রুট নিয়ন্ত্রণে ব্যবহার করছে প্রায় ১০ থেকে ১৫টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ওয়্যারলেস ওয়াকিটোকি সেট। তাৎক্ষণিক সংকেত সীমান্ত থেকে যখন মাদকের চালান তারকাঁটা পার হয়, তখন পাহারায় থাকা সদস্যরা কোড ল্যাঙ্গুয়েজে ওয়াকিটোকিতে সংকেত পাঠায়। এতে সেকেন্ডের মধ্যে পুরো রুট ক্লিয়ার কি না তা নিশ্চিত হওয়া যায়।
নেটওয়ার্ক বিচ্ছিন্ন এলাকা। সীমান্তে অনেক গভীর পাহাড়ি এলাকায় মোবাইলের টাওয়ার না থাকলেও ওয়াকিটোকি নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করে।

যেভাবে চলে এই ডিজিটাল চালান: কসবার সীমান্ত এলাকা থেকে মাদকের চালানটি যখন যাত্রা শুরু করে তখন কয়েকস্তরের নিরাপত্তা বলয় তৈরি করার জন্য একটি বাহিনী নিয়জিত থাকে।

প্রথমস্তর (বর্ডার অবজারভেশন) সীমান্তের শূন্য রেখায় পাহারায় থাকা সদস্যরা ওয়াকিটোকিতে সংকেত দেয় যে বিজিবি বা পুলিশের মুভমেন্ট কোন দিকে।

দ্বিতীয়স্তর (পাইলটিং) মূল চালানের আগে একটি মোটরসাইকেল বা ইজিবাইক পাইলটিংকরে। তাদের হাতে থাকে ডিজিটাল ডিভাইস। রাস্তার প্রতিটি মোড়ে পুলিশের টহল আছে কি না, তা তাৎক্ষণিক জানানো হয় মূল ক্যারিংম্যানকে।

তৃতীয়স্তর (পরিবহন) সাধারণত চাল ও সবজির ট্রাক বা বিলাসবহুল প্রাইভেট কার ব্যবহার করে এই চালান ঢাকায় পাঠানো হয়। চালকের কাছে থাকে ওয়াকিটোকি, যার মাধ্যমে সে পেছনের কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত থাকে।

মাদক কারবারি যারা: গোয়েন্দা সূত্রের দাবি, চকবস্তা এলাকার বাদশাহ জুয়েল, গঙ্গানগরের স্বপন, জাজিসার কাইয়ুমপুরের একরাম হোসেন জনি, নাখাউড়া কায়েম পুরের টাকলা রমজান, গঙ্গানগরের দেলোয়ার হোসেন দেলু, রাজবল্লভপুরে রুহুল আমিন, নাখাউড়ার জসিম মিয়া, চাটুয়াখলার জলিল মিয়া, চাটুয়াখলার কামাল মিয়া, দ্বীন ইসলাম, ও রানা। এদের প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা।

যেসব পয়েন্ট ব্যবহাব করা হয়: গোপিনাথপুর, ইউপির ধজনগর, লক্ষ্মীপুর, খীরানাল, কুইয়াপানিয়, পৌরএলাকার আকবপুর, চরনাল, তারাপুর, কসবা রেলস্টেশন, হাকর, গঙ্গানগর, চকবস্তা, নাখাউড়া, বলতা দিঘীরপাড়, চাটুয়াখোলা, বায়েক, রাজবল্লভপুর, রাউতখোলা, চান্দোখোলা, কাশিমপুর, মাদলা ও খাদলা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিদিন ও রাতে এদের পরোক্ষ মদদে অন্তত ২০০জনের সিন্ডিকেট ও বেতনভুক্ত লাইনম্যান রয়েছে, যারা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নিয়মিত তথ্য আদান-প্রদান করে।

গোয়েন্দা সূত্রের দাবি, এই চক্রটি যে ওয়াকিটোকিগুলো ব্যবহার করছে সেগুলো উচ্চ ফ্রিকোয়েন্সির। সরকারি অনুমতি ছাড়া এ ধরনের ওয়াকিটোকি রাখা বা ব্যবহার করা সম্পূর্ণ অবৈধ। ড্রোন এবং সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে সীমান্ত নজরদারির কথা উঠলেও, চোরাকারবারীদের এই ওয়াকিটোকি নেটওয়ার্ক আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এক নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, তারা এখন পুলিশের চেয়েও বেশি আধুনিক। তারা পাহাড়ের ওপর থেকে ওয়াকিটোকিতে কথা বলে। আমরা মনে করেছিলাম তারা হয়তো সরকারি কোনো সংস্থার লোক, কিন্তু পরে বুঝলাম এরা মাদক কারবারি।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ নিউজ নাও বাংলাকে বলেন,  এখন নির্বাচন তাই ,এই মুহূর্তে মাদক নিয়ে কোনো কথা বলব না।

Related Articles

Leave a Reply

Back to top button