তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনীতিতে বাঁক বদলের প্রত্যাশা

বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরেই এক গভীর সংকট ও স্থবিরতার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছিল। গণতন্ত্র, নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সহনশীলতা-এ মৌলিক বিষয়গুলো নিয়ে জনমনে প্রশ্ন ও অনিশ্চয়তাও বাড়ছিল।
তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজসিক প্রত্যাবর্তনে সেই বাঁক বদলে দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন ধারা সৃষ্টির প্রত্যাশা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তারা বলেছেন, তারেক রহমান কেবল একটি দলের শীর্ষ নেতা নন; তিনি বর্তমান প্রেক্ষাপটে জাতীয় রাজনীতির প্রতীক, গণতান্ত্রিক আকাঙ্ক্ষার ধারক এবং ভবিষ্যৎ রাজনৈতিক রূপান্তরের সম্ভাব্য রূপকার।
এদিকে, তারেক রহমানের প্রত্যাবর্তনে নেতাকর্মী ও সমর্থকরা ঐক্য ও দৃঢ় মনোবলে চাঙা হয়ে উঠেছেন। সবাইকে নিয়ে কাজ করার পাশাপাশি তার ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনায় বিএনপির মধ্যে এক ধরনের গতির সঞ্চার হয়েছে। বিশ্লেষকরা বলছেন, তারেক রহমান রাষ্ট্রনায়কোচিত বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য নিয়ে কোনো সমালোচনা না হওয়ায় নেতাকর্মীরাও উদ্দীপ্ত হয়েছেন।
বিএনপির তৃণমূল নেতাকর্মীরা মনে করেন-১৭ বছরের বেশি সময় দেশের বাইরে থাকলেও তারেক রহমান সত্যিকার অর্থেই বাংলাদেশের মনোজগৎ বুঝতে পেরেছেন। সেই অনুযায়ীই তিনি বক্তব্য দিয়েছেন। নেতাকর্মীদের কাছে টানতে পেরেছেন। জনগণকে একটা ভালো বার্তা দিতে পেরেছেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের বিষয়ে নেতাকর্মীরা সতর্ক থাকবেন। তবে সবকিছু ছাপিয়ে লাখ লাখ মানুষের অংশগ্রহণ ভোটের প্রচারণার কাজ অনেক এগিয়ে দিয়েছে। যা মাঠে ব্যাপক প্রভাব পড়েছে বলেও মনে করছেন নেতাকর্মীরা।
নেতাকর্মীরা আরও জানান, দেশে ফেরার পর বিএনপির সর্বস্তরে একটা কথা আলোচনা হচ্ছে-তারেক রহমান রাজনীতি বদলে দেবেন। ফলে আগের মতো আর নেতিবাচক কর্মকাণ্ড করা যাবে না। ইতোমধ্যে নানাভাবে তারেক রহমান তা বুঝিয়ে দিয়েছেন। ফলে তারা এখন আগের চেয়ে বেশি সতর্ক। নেতারা বলেন, ত্যাগীদের মূল্যায়নের প্রত্যাশায় তারা এখন শীর্ষ নেতার দিকে তাকিয়ে আছেন। কারণ, ত্যাগী নেতাকর্মীরাই হচ্ছেন দলের প্রাণ। অতীতে দুর্দিনে যারা জীবনবাজি রেখে মাঠে ছিলেন তাদের কাছে তারেক রহমানই হচ্ছেন ভরসার জায়গা। প্রত্যাবর্তনের দিনের পাশাপাশি শুক্রবারও রাজধানীতে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উপচে পড়া উচ্ছ্বাস দেখা গেছে। এর মাধ্যমে প্রমাণিত হয়-মানুষের এখন আবেগের জায়গায় স্থান পেয়েছেন তারেক রহমান। তাদের প্রত্যাশা-বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই তারেক রহমান নতুন রাজনীতি ও পরিবর্তনের সূচনা করবেন।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০০৬ সালের পর দীর্ঘ সময় নির্বাসিত থাকার পর তারেক রহমান বৃহস্পতিবার দেশে ফিরেছেন। তার এই প্রত্যাবর্তন ছিল রাজকীয় ও অভূতপূর্ব। দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে সংবর্ধনা জানিয়েছেন এবং আনন্দ–উচ্ছ্বাসে অংশ নিয়েছেন। জনগণ তাদের প্রিয় নেতাকে ফিরে পেয়েছেন।
বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খুব কম নেতার পক্ষেই এমন স্বতঃস্ফূর্ত জনসমর্থন ও গণঅভ্যর্থনা পাওয়া সম্ভব হয়েছে। তরুণ ও সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে তারেক রহমানকে আজ দেশের মানুষ শুধু নয়, বিশ্ব গণমাধ্যমও বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখছে।
‘বাংলাদেশের রাজনৈতিক আকাশে এখন সুবাতাস বইতে শুরু করেছে’ উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, তারেক রহমানের দেশে ফেরা শুধু একটি ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়; এটি দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা। এর মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নের পথ আরও সুগম হবে।



