জাতীয়

ঘরমুখো যাত্রীদের যেন এটাই জীবনের শেষ ঈদ না হয়: আইজিপি

ঘাটে আটকে পড়াদের ফেরানোর ব্যবস্থা করবে পুলিশ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ঈদে যে যেখানে আছেন, সেখানে-ই থাকুন। সতর্ক থাকুন। এটা যেন জীবনের শেষ ঈদ না হয়। দেশবাসীকে মৃত্যুর দূত হয়ে বাড়ি না যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে রাজারবাগে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আসন্ন ঈদুল ফিতর ও করোনা মহামারিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, শপিংগুলো খোলা হয়েছে। আমরা মার্কেট সমিতির সঙ্গে কথা বলেছি, এসব বিষয়ে সরকার নির্দেশনা জারি করেছেন। যাতে করে মার্কেটগুলোতে শপিং নিরাপদ হয়। আমরা শপিং এর বেলায় একটি কথা উচ্চারণ করছি, ‘স্বাস্থ্যবিধি ‘যেগুলো আছে। সুরক্ষা বিধি যেগুলো আছে। সেগুলো অবশ্যই আমাদের মেনে চলতে হবে। তিনি আরো বলেন, শপিং এর বেলায় আপনারা সতর্ক থাকবেন, যেন এটাই আপনার জীবনের শেষ শপিং না হয়।

এদিকে, ফেরি চলাচল বন্ধের কারণে ঘাটেই আটকে পড়া ঈদে ঘরমুখো মানুষদের তাদের ফিরে আসার আহবান জানিয়েছেন বেনজীর আহমেদ। প্রয়োজনে পুলিশ তাদের ফেরার ব্যবস্থা করবে বলেও জানান তিনি।

পুলিশ প্রধান বলেন, এই মুহূর্তে ফেরিঘাটে ৩ নম্বর সতর্কতা সংকেত চলছে। এর মধ্যেও অনেকে ফেরিঘাটে ভিড় করছেন। নানা চোরাই পথে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হওয়ার চেষ্টা করছেন। আমরা নৌ-পুলিশকে বলেছি, এগুলো প্রতিহত করতে। যারা ফেরিঘাটে চলে গেছেন, তাদের বলবো ফিরে আসুন। প্রয়োজনে আপনাদের ফিরে আসার ব্যবস্থা পুলিশ করবে।

এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি রয়েছে জানিয়ে পুলিশ প্রধান বলেন, আমরা নিয়মিত নজরদারি করছি। কেউ যদি সোশ্যায়ল প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য দেশবিরোধী প্রচারণা চালায়, তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আইজিপি আরও বলেন, ঈদের নামাজ খোলা জায়গায় নয়, মসজিদে পড়ুন। যতটা সম্ভব কম সময় থাকুন। বাসা থেকে সুরক্ষার সব প্রস্তুতি নিয়ে যাবেন। আর ঈদের দিন এখানে সেখানে ঘুরতে না যাবে অনুরোধ করেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

Related Articles

Leave a Reply

Back to top button