অর্থ বাণিজ্যজাতীয়

ইক্যুইটি মার্কেটের বাইরেও নতুন নতুন বন্ড ইস্যু করে পুঁজিবাজারকে শক্তিশালী করা হবে: বিএসইসির চেয়ারম্যান

ইক্যুইটি মার্কেটের বাইরেও নতুন বন্ড ইস্যু করে পুঁজিবাজারকে শক্তিশালী করা হবে: বিএসইসির চেয়ারম্যান

পুঁজিবাজারকে শুধুমাত্র ইকুইটি বেইজড মার্কেটে সীমাবদ্ধ না রেখে বন্ড মার্কেটকে শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান ড: শিবলী রুবায়েত উল ইসলাম।
সোমবার নিউজ নাউ বাংলার সাথে সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি। এসময় পুঁজিবাজারের সুশাসন প্রতিষ্ঠায় মনোযোগ দেবেন বলে জানান তিনি ।
নতুন চেয়ারম্যান জানান, এত দিন নীতিমালা ও অবকাঠামো শক্তিশালি ছিল না। এখন আমাদের নীতিমালা হয়ে গেছে। এগুলো অনুসরণ করে পুঁজিবাজারকে শক্তিশালী করা হবে। আইপিও নিয়ে যেসব অভিযোগ আছে তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। নতুন আইপিও ইস্যু করার ব্যাপারে খুব ভাল ভাবে যাচাই বাছাই করে ভাল কোম্পানির আইপিও ইস্যু করা হবে। এখন এফডিআরে সুদ হার মাত্র ছয় শতাংশ, বন্ডে ভাল সুদ হার পাওয়া যাবে বলেও জানান নব নিযুক্ত চেয়ারম্যান।
কভিড ১৯ এর কারণে পুঁজিবাজার বন্ধ রাখার বিষয়ে ড: শিবলী রুবায়েত উল ইসলাম জানান, পুঁজিবাজার এখনো পুরোপুরি ডিজিটালাইজড নয়। জুনের প্রথম সপ্তাহেই পুঁজিবাজার খুলে দেবার কথা জানান বিএসইসি চেয়ারম্যান। অনলাইনে ক্ষুদ্র বিনিয়োগ কারীরা বিনিয়োগ করতে পারবে বলেও জানান ড: শিবলী রুবায়েত।
শামীমা দোলা

Related Articles

Leave a Reply

Back to top button