একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগনের সাথে প্রতারনা করছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন,একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগনের সাথে প্রতারনা করছে। তাদের মুখোশ উন্মোচন হয়েছে।
আজ সোমবার রাজধানীর ফার্মগেটে কৃষি ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে এ কথা বলেন।কোন নাম উল্লেখ না করে সালাউদ্দিন আহমেদ বলেন,’ ধর্ম ব্যবসায়ীদের একটি দল একটি মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়ার কথা বলছে।তারা কেবলই বলছে , এখানে একটি মার্কায় ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাওয়া যাবে। তার আগে ইহকাল কিভাবে চলবে তা নিয়ে বক্তব্য নাই।
বিএনপি জনগণের ভোট চায় জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি জনগনকে কি দিতে চায় সেই পদক্ষেপ নিচ্ছে। বিএনপি ধর্মের ট্যাবলেট বিক্রি করতে পারে না।
বিএনপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোয় চালানো অপপ্রচারের পাল্টা জবাব দিতে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এই নেতা।
সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি ১৯৭৫ সালে প্রায় ছিনতাই কৃত গনতন্ত্র কে ৭ ই নভেম্বর সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে উদ্ধার করেছেন।এরপর তিনি রাষ্ট্রপতি হয়েছেন। পরবর্তী সময়ে পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রচলন করেছিলেন।
উক্ত অনুষ্ঠানে যুগ্মসচিব হাবিব উন নবী সোহেল খান উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগরের উত্তরের আহ্বায়ক আমিনুল হক প্রমুখ।



