Leadজাতীয়

অন্তর্বর্তী সরকারে সন্তুষ্ট ৫৪ শতাংশ মানুষ, উদ্বেগ খরচ বাড়ায়

প্রথম আলোর জরিপ

অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার প্রায় ১৫ মাসের বেশি সময় পার হয়েছে। এ সময়ে সরকার যেভাবে দেশ চালাচ্ছে, তাতে দেশের অর্ধেকের বেশি মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে কর্মসংস্থান সৃষ্টি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপে অসন্তুষ্টির কথাও জানিয়েছেন অনেকে। প্রথম আলোর ‘গুরুত্বপূর্ণ সামাজিক–রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ–২০২৫’ শীর্ষক জরিপে এই চিত্র উঠে এসেছে।

জরিপে দেশের সরকারের সফলতা-ব্যর্থতা, সংস্কার, আর্থসামাজিক অবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং পরবর্তী নির্বাচনের পরিবেশ তৈরিসহ বিভিন্ন বিষয়ে মানুষের মতামত নেওয়া হয়।

জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনায় ৫৪ দশমিক ৫ শতাংশ মানুষ সন্তুষ্ট। এর মধ্যে ৪৯ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা সরকারের কার্যক্রমে ‘কিছুটা সন্তুষ্ট’ বলে জানিয়েছেন। আর ‘অত্যন্ত সন্তুষ্ট’ থাকার কথা বলেছেন ৫ দশমিক ২ শতাংশ মানুষ।

এর বিপরীতে সরকারের কার্যক্রমে অসন্তুষ্টি প্রকাশ করেছেন মোট ২২ দশমিক ৫ শতাংশ মানুষ। এর মধ্যে ১৮ দশমিক ৯ শতাংশ ‘কিছুটা অসন্তুষ্ট’ এবং ৩ দশমিক ৬ শতাংশ মানুষ ‘অত্যন্ত অসন্তুষ্ট’। এ ছাড়া জরিপে অংশগ্রহণকারী ২৩ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা সন্তুষ্টও নন, আবার অসন্তুষ্টও নন।

জরিপে মোট ১১টি নির্দিষ্ট সূচকে সরকারের মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে ৬টি ক্ষেত্রে ৫০ শতাংশ বা তার বেশি উত্তরদাতা সরকারকে সফল বলে মনে করেন।

সারা দেশের মানুষের মতামত তুলে ধরতে গত ২১ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এই জরিপ পরিচালনা করা হয়। দেশের ৫টি মহানগর এবং ৫টি গ্রাম বা আধা শহর অঞ্চল থেকে দৈবচয়ন ভিত্তিতে এই তথ্য সংগ্রহ করা হয়। জরিপে ১৮ থেকে ৫৫ বছর বয়সী মোট ১ হাজার ৩৪২ জন অংশ নেন।

অংশগ্রহণকারীরা বিভিন্ন আয়, শ্রেণি ও পেশার মানুষ। তবে জরিপে তাদেরই অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা অনলাইন বা ছাপা পত্রিকা পড়েন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রাখেন। জরিপের ফলাফলের নির্ভরযোগ্যতার মাত্রা ৯৯ শতাংশ।

জরিপে আয়রোজগার, সংসারের ব্যয় ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে পাঁচটি প্রশ্ন ছিল। একটি প্রশ্নে জানতে চাওয়া হয়, জুলাই গণ-অভ্যুত্থানপরবর্তী অন্তর্বর্তী সরকার সাধারণ মানুষের আয়রোজগারের ব্যবস্থা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যে কাজ করেছে, তাতে আপনি কতটা সন্তুষ্ট?

উত্তরে প্রায় ৫১ শতাংশ উত্তরদাতা অসন্তুষ্টির কথা জানিয়েছেন। সন্তুষ্টির কথা বলেছেন প্রায় ২৮ শতাংশ উত্তরদাতা। বাকিরা সন্তুষ্ট নন, অসন্তুষ্টও নন। নিম্ন, মধ্য ও উচ্চ—তিন আয়শ্রেণিতে সন্তুষ্টি ও অসন্তুষ্টির হার কাছাকাছি।

জরিপে দেশের ৫টি নগর ও ৫টি গ্রাম বা আধা শহর অঞ্চলের প্রাপ্তবয়স্ক (১৮-৫৫ বছর) ১ হাজার ৩৪২ জনের মতামত নেওয়া হয়। জরিপে অংশ নেওয়া মানুষেরা বিভিন্ন আয়, শ্রেণি ও পেশার। গত ২১ থেকে ২৮ অক্টোবর জরিপের তথ্য সংগ্রহ করা হয়।

৫ শতাংশ উত্তরদাতা জানিয়েছে, তাদের ব্যয় সামান্য কমেছে। তবে প্রায় ৭৯ শতাংশ উত্তরদাতা মনে করে, তাদের ব্যয় বরং বেড়েছে। বাকি ১৬ শতাংশের ব্যয় বাড়েনি, কমেওনি।

আয় বেড়েছে শুধু ১২% মানুষের: জরিপে আরেকটি প্রশ্ন ছিল, জুলাই গণ-অভ্যুত্থানের পর আপনার পরিবারের মাসিক আয়ে কী পরিবর্তন এসেছে? উত্তরে শুধু প্রায় ১২ শতাংশ উত্তরদাতা আয় বাড়ার কথা বলেছেন। ৪২ শতাংশ উত্তরদাতা বলেছেন, তাঁদের আয় কমেছে। ৪৬ শতাংশের আয় আগের মতোই রয়ে গেছে।

নিম্ন, মধ্যম ও উচ্চ—তিন আয়শ্রেণিতে আয় বাড়া অথবা কমে যাওয়ার ক্ষেত্রে কিছুটা তারতম্য আছে। ধনীদের একটা বড় অংশের আয় কমেছে। আবার আয় বাড়ার ক্ষেত্রে ধনীর সংখ্যা বেশি। আয় কমার ক্ষেত্রে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ বেশি।

ব্যয়ের ক্ষেত্রেও একই ধরনের তথ্য উঠে এসেছে জরিপে। ৫ শতাংশ উত্তরদাতা জানিয়েছে, তাদের ব্যয় সামান্য কমেছে। তবে প্রায় ৭৯ শতাংশ উত্তরদাতা মনে করে, তাদের ব্যয় বরং বেড়েছে। বাকি ১৬ শতাংশের ব্যয় বাড়েনি, কমেওনি। ব্যয় বাড়ার কথা বলার ক্ষেত্রে নিম্ন, মধ্যম ও উচ্চ—তিন শ্রেণির হার প্রায় সমান।

দ্রব্যমূল্য বেড়েছে: জরিপে প্রশ্ন করা হয়েছিল, জুলাই গণ-অভ্যুত্থানের পর নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামে কী পরিবর্তন এসেছে? জবাবে ৮২ শতাংশের বেশি উত্তরদাতা বলেছেন, দাম বেড়েছে। প্রায় ৯ শতাংশ মানুষের মত, দাম অপরিবর্তিত। বাকি প্রায় ৯ শতাংশের মত, দাম কমেছে। নিম্ন আয়ের মানুষ মূল্যবৃদ্ধির কথা বেশি বলেছেন। বাকিদের ক্ষেত্রে হারটি কাছাকাছি।

Related Articles

Leave a Reply

Back to top button