Leadআন্তর্জাতিক

গুলিবিদ্ধ ত্রাণপ্রত্যাশীদের বুলডোজার দিয়ে মাটিচাপা

গাজার ত্রাণপ্রত্যাশীদের গুলি করে হত্যার পর বুলডোজার দিয়ে মাটিচাপা দিয়েছে ইসরায়েলি বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গাজার ত্রাণপ্রত্যাশীদের গুলি করে হত্যার পর বুলডোজার দিয়ে মাটিচাপা দিয়েছে ইসরায়েলি বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিএনএনের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ত্রাণপ্রত্যাশীদের গুলি করে বুলডোজার দিয়ে মাটিচাপা দিয়েছে ইসরায়েল। রাখা হয়নি কবর দেওয়ার কোনো চিহ্ন। এছাড়া কিছু মরদেহ সে সময় খোলা মাঠে ফেলে রাখা হয়। বিকৃত হয়ে যাওয়ায় সেগুলোও আর উদ্ধার করা যায়নি।

যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মরদেহ সরাতে বুলডোজার ব্যবহারের কথা অস্বীকার করেছে। তবে মাটিচাপা দেওয়ার সময় বুলডোজার ব্যবহার করা হয়েছে কি না, সে বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি। সিএনএনকে আইডিএফ জানিয়েছে, জিকিমের আশপাশে বুলডোজারের উপস্থিতি নিয়মিত কার্যক্রমের অংশ ছিল, যা বিভিন্ন কাজে ব্যবহার করা হতো।

আইডিএফের একাধিক সদস্য ও দখলদারবিরোধী বিশিষ্ট নাগরিকদের সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্স গাজায় বুলডোজার দিয়ে মরদেহ কবর দেওয়ার বিষয় নিশ্চিত করেছেন বলে জানায় সিএনএন।

বিশেষজ্ঞদের মতে, বুলডোজার দিয়ে শনাক্তহীন অবস্থায় মরদেহ চাপা দেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে। গত দুই বছরে ইসরায়েলি সেনাবাহিনী গাজার বিভিন্ন স্থানে অনেকবার ফিলিস্তিনিদের মরদেহ অচিহ্নিত অবস্থায় মাটিতে চাপা কিংবা গণকবর দিয়েছে।

এদিকে গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতির পরও একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী অন্তত ৫৯১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। হামলায় ৩৬০ জন ফিলিস্তিনি নিহত ও ৯২২ জন আহত হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button