
ফুসফুস ও হৃদযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ার পর আবারও সংকটাপন্ন হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রোববার (৩০ নভেম্বর) গভীর রাত থেকে তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেডিক্যাল বোর্ডের পরামর্শে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ২৪ ঘণ্টা নিবিড়ভাবে চিকিৎসা চলছে।
শনিবার (২৯ নভেম্বর) সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার ভাষায়, “বেগম জিয়ার অবস্থা আবারও ক্রিটিক্যাল হয়েছে। গতকাল গভীর রাত থেকে তাকে ভেন্টিলেশনে নিতে হয়েছে। তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য প্রাণপণ লড়াই করছেন, তবে এখনো এমন অবস্থায় আছেন যা স্বস্তির নয়।”
তিনি আরও বলেন, “উনি খুব ডিপ কন্ডিশনে আছেন। এটাকে ভেন্টিলেশনও বলা যায়, আবার বলা যায় ‘একেবারে ক্রিটিক্যাল’ অবস্থা। চিকিৎসকরাই জানেন তিনি কোন অবস্থায় আছেন, আমরা শুধু বলতে পারি তিনি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছেন।”
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দুপুরে গুলশানে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জানান খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা একসঙ্গে কাজ করছেন। তিনি বলেন, “তিনি খুব অসুস্থ। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমরা যেটুকু তথ্য পাচ্ছি, তাতে বলা যায়—তার চিকিৎসায় কোনো ঘাটতি নেই। দেশের ভেতরের এবং বাইরের চিকিৎসকদের পরামর্শ একত্র করেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে যেকোনো আনুষ্ঠানিক তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। ভুল তথ্য ও বিভ্রান্তি এড়াতে দলের মিডিয়া সেল গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
আজ দুপুরে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি জানান, চিকিৎসকদের সঙ্গে কথা বলে তারা কিছুটা আশাবাদী হয়েছেন। সাকি বলেন, “ডাক্তাররা বলেছেন—গত কয়েকদিন যেমন ছিলেন, তিনি এখনো তেমনই স্টেবল আছেন। জটিলতা রয়েছে, কিন্তু চিকিৎসা জারি আছে। কিছুক্ষণ আগে তার ডায়ালিসিস চলছিল।
চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং বলেছেন, সবাই যেন তার জন্য দোয়া করে।” তিনি আরও জানান, মেডিক্যাল বোর্ড সদস্য ডা. শাহাবুদ্দিন জানিয়েছেন খালেদা জিয়া ‘স্টেবল কিন্তু ক্রিটিক্যাল’, আর ডা. জাহিদ বলেছেন তিনি কিছু শারীরিক প্রতিক্রিয়া দেখাচ্ছেন, যা ইতিবাচক লক্ষণ হিসেবে দেখা হচ্ছে।
গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার ফুসফুসে নতুন সংক্রমণ দেখা দিয়েছে, যা আগের রোগগুলোর সঙ্গে মিলে অত্যন্ত জটিল পরিস্থিতি তৈরি করছে।
এর আগে থেকেই তিনি লিভার সিরোসিস, কিডনি জটিলতা, ডায়ালিসিসের প্রয়োজনীয়তা, হৃদযন্ত্রের দুর্বলতা এবং দীর্ঘমেয়াদি নানা রোগে ভুগছেন। এসব যুক্ত হয়ে তার চিকিৎসা আরও জটিল করে তুলেছে। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তার শয্যার পাশে সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে। চিকিৎসকরা দিন-রাত কয়েক দফায় তার অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা প্রটোকল পরিবর্তন করছেন।
পরিবার, চিকিৎসক এবং দলের নেতারা সবাই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তারা জানিয়েছেন, সংকট যতই গভীর হোক—খালেদা জিয়ার জন্য সব সময়ই সামান্য হলেও আশার আলো থাকে। চিকিৎসকরাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে। এদিকে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে। হাসপাতালে সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখা হচ্ছে এবং পরিবারের সদস্যরা নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।



