অন্য খবর
সচিবালয়ের ভবনে আগুন

ঢাকা সচিবালয়ের নতুন কেবিনেট ভবনের অষ্টম তলায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।আজ রবিবার (৩০শে নভেম্বর) এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায় সচিবালয়ের নতুন ১ নম্বর ২০ তলা ভবনের ৯ তলায় ভবনের বাইরে এডজাস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছিল।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গেলেও কোন কাজ করতে হয়নি। ফায়ার এক্সটিংগুশার দিয়ে ফায়ার সার্ভিস কর্তৃক আগুন নেভানো হয়।
জানা যায় ভবনে আগুন লাগার পর সেখানে কর্মরত সবাই দ্রুত নিচে নেমে আসেন।এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।