অন্য খবর

রুটিন পরিবর্তন না হওয়ায় পরিক্ষার্থীদের পরীক্ষা বর্জনের ঘোষণা

৪৭ তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন ও পরীক্ষার সময় বাড়ানোর দাবিতে টানা আন্দোলনের পর পরীক্ষা বর্জন করেছে পরীক্ষার্থীরা। বুধবার ২৬ শে নভেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তারা এই সিদ্ধান্ত জানান।

তাদের বক্তব্য , নতুন সময়সূচি না বদলানোয় অনেকেই বাস্তবে অংশ নেয়ার মতো অবস্থা নেই। তাই বাধ্য হয়ে পরীক্ষা বর্জনের পথে হাঁটছেন।

৪৭ তম বিসিএস লিখিত পরীক্ষার্থী বক্তব্য দেন সাইফ মুরাদ। তিনি বলেন দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও অনেকে বিষয়টি জানে না। অনেক শিক্ষার্থী পরীক্ষা বর্জন করবেন। উপস্থিতি অ স্বাভাবিক ভাবে কমলে আবার ও পরীক্ষা নেয়ার দাবি উঠবে।

সাইফ মুরাদ আরও বলেন , আমরা কোন রাজনৈতিক স্লোগান দেই নাই। শুধু ন্যায্য প্রতিযোগিতার সুযোগ চেয়েছি। পুরোনো পরীক্ষার্থীরা তিন মাস আগে আরো একটি লিখিত পরীক্ষা দিয়েছেন, যেখানে নতুনদের পর্যাপ্ত প্রস্তুতি নেয়া অসম্ভব।এ অবস্থা কে তিনি বৈষম্যমূলক মনে করেন।

আন্দোলনের শেষ দিকে রাস্তায় নামায় জনগন দূরভোগে পরেন এর জন্য তিনি ক্ষমা চান।

অন্যদিকে সরকারি কমিশন ( পিএসসি), জানিয়েছে তাদের সিদ্ধান্ত অপরিবর্তনীয়।৪৭তম বিসিএস এর পরীক্ষা পূর্ব ঘোষিত সময় অনুযায়ী বৃহস্পতিবার ২৭ নভেম্বর শুরু হবে।

পরীক্ষা অনুষ্ঠিত হবে দেশের আটটি কেন্দ্রে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ।

Related Articles

Leave a Reply

Back to top button