অন্য খবর

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৯ টি ইউনিট কাজ করছে। তাদের সাথে যুক্ত হয়েছে স্থানীয় বাসিন্দারা।

দেখা যায়, কড়াইল বস্তির বউ বাজার অংশের কুমিল্লা পট্টি , বরিশাল পট্টির ‘ক’ ব্লক এলাকায় আগুন লেগেছে।আগুন দাউ দাউ করে জ্বলছে।আর যাদের ঘরবাড়ি পুড়ে গেছে তারা বৌ বাজার এলাকায় খামারবাড়ির মাঠে অবস্থান করছে।

এর আগে বিকেলে সারে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কড়াইল বস্তিতে আগুন লাগার কথা জানানো হয়।আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রথমে কাজ শুরু করে।পরে আরও আটটি ইউনিট আগুন নেভাতে আসে।

ফায়ার সার্ভিস অপারেশন ও মেইনটেনেন্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, আগুন নিয়ন্ত্রণে ১৯ টি ‘ইউনিট নিয়ে কাজ করছি।’মাঝেমধ্যে পাইপ ফেটে  যাচ্ছে।ফলে পুরো সক্ষমতা নিয়ে কাজ করা যাচ্ছে না,চেষ্টা করে যাচ্ছি।এই মুহূর্তে আগুনের উত্তর পূর্ব দিক নিয়ন্ত্রণের চেষ্টা করছি।এই দিকটার নিয়ন্ত্রণ নিতে পারলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হবে।

পানির সংকটে নিয়ে তাজুল ইসলাম বলেন,উত্তর পূর্ব দিকে পানির কিছু টা সংকট রয়েছে।ফলে কিছু বেগ পেতে হচ্ছে। বিপরীত পাশে লেক থাকায় বিপুল সক্ষমতায় কাজ চলছে।আশা করছি অল্প সময়ের মধ্যে ভালো খবর দিতে পারবো।

Related Articles

Leave a Reply

Back to top button