অন্য খবর

মানিকগঞ্জে বাউল শিল্পীদের উপর হামলা

মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেফতার বাউল শিল্পী ভক্ত নুরাগীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিন ভক্ত অনুরাগীসহ চারজন আহত হয়েছে।

‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম উলামা ও তৌহিদী জনতা ‘ ব্যানারে থাকা একদল ব্যাক্তি এবং আবুল সরকারের ভক্ত অনুরাগীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে এ ঘটনা ঘটে।আজ রোববার বেলা পৌনে এগারোটার দিকে সেওতা এলাকায় ঘটনাটি ঘটে।

আহত ভক্তরা হলেন জেলার শিবালয়ের  শাকরাইল গ্রামের আব্দুল আলিম( ২৫), সিঙ্গাইরের তালিমপুর গ্রামের আরিফুল ইসলাম ( ২৯),ও হরিরামপুরের কামারঘোনা গ্রামের জহিরুল ইসলাম (৩২),আহত অন্যজন হলেন সদর উপজেলার বরঙ্গাখোলা গ্রামের আব্দুল আলিম (২৭)।

পুলিশ ও আহত প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,আজ সকালে জেলা শহরে বাউল শিল্পী আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ‘ মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম উলামা ও তৌহিদী জনতা ‘ব্যানারে থাকা একদল ব্যাক্তি।

অন্যদিকে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন তাঁর ভক্ত অনুরাগীরা। কিন্তু অন্যপক্ষের মিছিলের কারনে তারা প্রেসক্লাব প্রাঙ্গণে কর্মসূচি না করে দক্ষিন শেওতা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের দক্ষিন পাশে জরো হোন।

একপর্যায়ে ভক্ত অনুরাগীদের কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পরে। একপর্যায়ে বেলা পৌনে এগারোটার দিকে ‘ মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম উলামা ও তৌহিদী জনতা’ ব্যানারে থাকা ব্যাক্তিদের দ্বারা আবুল কালামের ভক্তরা আহত হোন।

পাশাপাশি আবুল কালামের ভক্তদের দ্বারা হামলায় আব্দুল আলিম আহত হোন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়।পরে আহত ব্যক্তিদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে জরূরি বিভাগের চিকিৎসক সুজিদ  চন্দ্র রায় গনমাধ্যমকে বলেন,আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাদের মাথায় একাধিক স্থানে সেলাই পরেছে।

Related Articles

Leave a Reply

Back to top button