ভূমিকম্প আতঙ্কে পরীক্ষা স্থগিত, স্কুলে এসে ফিরে যাচ্ছে শিক্ষার্থীরা

দেশে টানা দুদিনে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে আতঙ্কিত মানুষ। বিশেষ করে শিশুরা বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। তারা পড়ালেখায় মনোযোগ দিতে পারছে না। ঘুম-খাওয়াতেও অনিচ্ছায় ভুগছে অনেকে।
অভিভাবকরা বলছেন, ভূমিকম্পের ঘটনাগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ও টিভিতে দেখছে শিশুরা। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েছে। সবসময় কম্পনের অনুভব হওয়ার কথা বলছে তারা। আশপাশে কেউ না থাকলে ভয়ে দৌড় দিচ্ছে। এতে তাদের পড়ালেখা, খাওয়া-দাওয়া ও ঘুমে ব্যাঘাত ঘটছে।
সংশ্লিষ্টরা বলছেন, এরই মধ্যে রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা, আহতদের চিকিৎসাসেবা দেওয়া এবং আতঙ্ক কাটাতে এ সিদ্ধান্ত নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।
এদিকে অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলছে। কোথাও গত ২০ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়েছে, কোথা রবিবার (২৩ নভেম্বর) থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে দুইদিনে চার দফা ভূমিকম্পের পর পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন অনেক অভিভাবক। ফলে রবিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাতে নোটিশ না এলেও সকাল ছ’টার দিকে ক্ষুদে বার্তায় আজকের পরীক্ষা স্থগিত হওয়ার কথা জানানো হয়েছে। তবে অনেকে সেই বার্তা না দেখে স্কুলে গিয়ে ফিরে এসেছে।
এর আগে শনিবার অনেক অভিভাবক পরীক্ষা পেছানোর দাবি জানান।
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থীর মা ফারজানা আফিফা নাদিয়া বলেন, ভূমিকম্প আতঙ্কে অস্থিরতার কারণে পড়ালেখায় মন বসাতে পারছে না মেয়েটা।
রাখি আকন্দ নামে আরেকজন অভিভাবক বলেন, আমার মেয়ে সারারাত ঘুমাতে পারেনি। সবসময় আতঙ্কে আছে। স্কুলে যেতে চাইছে না। বলছে ঢাকাতেই থাকবো না। চলো আম্মু আমরা গ্রামে চলে যায়।
সোনিয়া আফিরন সোয়া, সোনিয়া চৌধুরী, মনিজা রোজি, বুশরা বানু, কামরুন্নেসা মৌসুমীসহ প্রায় শতাধিক অভিভাবক ‘ভিকারুননিসা নূন স্কুল: অল ব্রাঞ্চ’ নামে একটি গ্রুপে নিজেদের সন্তানরা আতঙ্কগ্রস্ত বলে জানিয়েছে। তারা কেউ লিখেছেন, তাদের সন্তান খেতে ও পড়তে চাইছে না। কেউ লেখেন, বাবা-মা ছাড়া একা কোথাও যেতে চাইছে না, স্কুলেও যাবে না।
এদিকে শাহনাজ বেগম নামের একজন অভিভাবক ভিকারুননিসা নূন স্কুলের মূল শাখার প্রধান ভবন পরিত্যক্ত বলে উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি লিখেন, ‘ভিকারুননিসার মূল ভবন গত ১৫ বছর আগেই পরিত্যক্ত বলে ঘোষণা করেছে বুয়েটের পরিদর্শন টিম। তারা বলেছে, যে কোনো সময় এটা ধসে যেতে পারে। যেভাবে প্রতিদিন ভূমিকম্প হচ্ছে ঢাকায়, এখন ওই ভবনে মেয়েদের ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পাঠাবো কীভাবে?’
অন্যদিকে রাজধানীর আরেক নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজেও রবিবার চতুর্থ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা হওয়ার কথা ছিল। এ স্কুলের কয়েকজন অভিভাবকও সন্তানদের আতঙ্কগ্রস্ত অবস্থার কথা জানিয়ে পরীক্ষা পেছানোর দাবি জানান।
বনশ্রী শাখার ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক মানজুমা আক্তার বলেন, ‘আগামীকাল ছেলেটার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা। বার্ষিক পরীক্ষা, অথচ ছেলেকে পড়াতে বসাতে পারিনি। সবসময় অস্থিরতা দেখছি ওর মধ্যে। রাতে ও আলাদা ঘুমায়। কিন্তু গতকাল রাতে আমার কাছে ঘুমিয়েছে। সবসময় ভয় ভয় একটা পরিস্থিতি পার করছে। প্রস্তুতি হয়তো আছে; আগে পড়েছে। কিন্তু মানসিক অবস্থাটা ভালো নেই। পরীক্ষা দিতে যাওয়ার অবস্থা নেই।



