Leadআন্তর্জাতিক

আবার কি যুদ্ধে জড়াচ্ছে চীন-জাপান?

আাবার যুদ্ধে জড়াচ্ছে চীন-জাপান। ২০০ বছরে দুইবার যুদ্ধে জড়িয়েছিল চীন ও জাপান। এই দুই প্রভাবশালী প্রতিবেশীর প্রথম যুদ্ধ হয়েছিল ১৮৯৪ সালে এবং তা চলেছিল প্রায় এক বছর। তখন পশ্চিমের প্রযুক্তিতে বলিয়ান জাপান ছিল প্রতিদ্বন্দ্বী চীনের তুলনায় বেশ শক্তিশালী।

দেশ দুইটির মধ্যে দ্বিতীয়বার যুদ্ধ হয়েছিল ১৯৩৭ সালে। তা চলেছিল ১৯৪৫ সাল পর্যন্ত। অর্থাৎ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে। সেই সময় অপেক্ষাকৃত দুর্বল মহাচীন ছিল মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনীর অংশ। আর শোচনীয় পরাজয় মেনে নিতে হয়েছিল সেই সময়কার মহাশক্তিধর জাপানকে।

সেই মহাযুদ্ধের পর পরিবর্তিত পৃথিবীতে পাল্টে যায় চীন-জাপানের সম্পর্কও।

গত দুই শতকে দুইবার বড় যুদ্ধের পর নতুন শতাব্দীর প্রথমার্ধে আবারও কেন ‘যুদ্ধে’ জড়াচ্ছে এখনকার জাপানের তুলনায় অর্থনৈতিক ও সামরিক দিক থেকে বহুগুণ শক্তিশালী চীন?

গত ১৮ নভেম্বর বিবিসি-এর এক প্রতিবেদনের শিরোনাম করা হয়—তাইওয়ান নিয়ে চীন ও জাপানের মধ্যে ছড়িয়ে পড়া উত্তেজনা সম্পর্কে যা জানা দরকার।

এতে বলা হয়, নভেম্বরের প্রথমদিকে জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছিলেন, চীন যদি তাইওয়ান আক্রমণ করে তাহলে জাপান নিজের নিরাপত্তা বাহিনী নিয়ে এর মোকাবিলা করতে পারে।

এর প্রতিক্রিয়ায় চীনের এক কূটনীতিক যা বলেছিলেন তা অনেকটা হুমকির মতো শুনিয়েছে বলে মনে করছেন অনেকে।

প্রতিবেদন অনুসারে, শুরুতে যা বাকযুদ্ধ ছিল পরে তা আরও বিস্তৃতি লাভ করে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একে অপরের বিরুদ্ধে জোরালো ভাষায় প্রতিবাদ পাঠাতে শুরু করেন। প্রভাব পড়ে পর্যটন ও বাণিজ্যে। তাতেও উত্তেজনা কমেনি।

জাপান তার নাগরিকদের চীন সফরে সতর্ক থাকতে বলে। বিপরীতে, চীন তার নাগরিকদের জাপান সফর এড়িয়ে চলার পরামর্শ দেয়। শুধু তাই নয়, কয়েকটি চীনা এয়ারলাইনস পর্যটকদের টিকিট ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছে।

অন্যদিকে, উত্তেজনার পারদ এতটাই ওপরে যে দুইটি জনপ্রিয় জাপানি চলচ্চিত্র চীনে মুক্তি দেওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।

২০১৫ সালে জাপানের নিরাপত্তা আইনে ‘অস্তিত্বের জন্য হুমকি পরিস্থিতি’ শব্দগুচ্ছ যোগ করা হয়। এর মাধ্যমে বহিঃশত্রুর আক্রমণের কথা বোঝানো হয়। এমন পরিস্থিতিতে জাপান তার নিরাপত্তা বাহিনীকে আগ্রাসন ঠেকাতে ডাকবে বলেও আইনে উল্লেখ করা হয়।

এরইমধ্যে, জাপানের রাষ্ট্রদূতকে তলব করে বেইজিং। জাপানি প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে নেওয়ার দাবি জানায়।

সমাজমাধ্যমে চীনের পররাষ্ট্রমন্ত্রী জাপানকে ‘আগুন নিয়ে খেলা বন্ধ’ করতে সতর্ক করেন। চীন ও তাইওয়ান নিয়ে জাপান ‘মাথা ঘামালে’ তা আগ্রাসন হিসেবে গণ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পাশাপাশি, তাইওয়ান নিয়ে ‘উসকানিমূলক’ বক্তব্য দেওয়ায় চীন তার নাগরিকদের আগামী দিনগুলোয় জাপান ভ্রমণে নিরুৎসাহিত করে। এমন আহ্বানে জাপানের পর্যটন খাত ও বাজার পরিস্থিতি নাজুক হয়ে পড়ে। কেননা, প্রতিবছর চীনের লাখো পর্যটক জাপানে আসেন।

তবে, শান্তিপূর্ণ উপায়ে তাইওয়ান সমস্যা সমাধানের বিষয়ে জাপানের নীতির পরিবর্তন হয়নি বলে টোকিও থেকে বলা হচ্ছে। আবার সেই চীনা কনসাল জেনারেলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি-এর প্রতিবেদনে আরও বলা হয়, জাপানের ভূমিকায় চীনারা নাখোশ হওয়ায় দুইটি জাপানি চলচ্চিত্র চীনে আপাতত মুক্তি দেওয়া হচ্ছে না। চীনের সিসিটিভি-এর বরাত দিয়ে বিবিসি-এর প্রতিবেদনে আরও বলা হয়, জনপ্রিয় জাপানি অ্যানিমেশন মুভি ‘ডিমন স্লিয়ার: ইনফিনিটি ক্যাসল’-এর টিকিট বিক্রি চীনে কমেছে।

একইদিনে অপর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর শিরোনাম করা হয়—ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হাজারো চীনা পর্যটক জাপান সফর বাতিল করলেন।

Related Articles

Leave a Reply

Back to top button