গনতন্ত্র প্রতিষ্ঠায় ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে

দেশে গনতন্ত্র প্রতিষ্ঠায় অন্যের মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করে মব ভায়োলেন্স থেকে সরে আসতে তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন মানবতাবিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় দিচ্ছে আর অন্য দিকে মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে।এটা কিসের আলামত জানি না।
বুধবার ১৯ নভেম্বর দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘চব্বিশের গন অভ্যুত্থানে ‘ বিএনপি ব ইয়ের মোরক উন্মোচন ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্যের মত ‘সহ্য করাকে’ গনতন্ত্রের প্রধানতম কথা বর্ণনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন,’ আপনাকে অন্যের মত সহ্য করতে হবে টলারেন্স আমি কথা বলব , আপনার কথা সহ্য করবো না,পিটিয়ে দিবো,মব ভায়োলেন্স তৈরি করবো, কিছু মানুষ জরো করে বলব যে ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও,তাকে মেরে ফেল পিটিয়ে -দিস ইজ নট ডেমোক্রেসি’।
গনতন্ত্রের পাঠ নিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ডেমোক্রেসির মূল কথাটা হচ্ছে , আমি তোমার সাথে একমত না হতে পারি তোমার মত প্রকাশের যে স্বাধীনতা তা আমি জীবন দিয়ে হলেও রক্ষা করবো।দূভাগ্যক্রমে আমরা এখানে অন্যের মতকে সহ্য করতে পারি না , আমরা তাকে উড়িয়ে দিতে চাই -এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে।
দেশকে গনতন্ত্রের পথে ফেরানোর তাগিদ দিয়ে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ কে ব্যর্থ রাষ্ট্রে পরিনত করতে না চাইলে গনতন্ত্রের পথে ফিরতে হবে। গনতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণ করতে হবে। সেজন্য বিএনপি সহ যারা গনতন্ত্র বিশ্বাস করে, তাদের সকলকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান তিনি।
টেকসই রাষ্ট্র গরতে হলে বিচার বিভাগ , সংসদ, গনমাধ্যম ও প্রসাশন কে স্বাধীন ও শক্তিশালী করতে হবে বলে তিনি মনে করেন।
তিনি এ সময় গত ষোল বছরে বিএনপি নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা,গুম,খুনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, বিএনপি একটি লিবারেল ডেমোক্রেসি পার্টি। পৃথিবীর কোন লিবারেল ডেমোক্রেসি পার্টি এরকম , অত্যাচার , নিপীড়ন, নির্যাতন সহ্য করেছে কিনা আমার জানা নাই।ষাট লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে।বিশ হাজারের মতো নেতা কর্মী শহীদ হয়েছে। এগুলো ইতিহাসে আনতে হবে ডকুমেন্টে আনতে হবে।
সংস্কার নিয়ে সাম্প্রতিক সময়ে বিতর্ক নিয়ে বিএনপির দীর্ঘ দিনের প্রস্তুতির কথা তুলে ধরেন।
গনতন্ত্রের পক্ষে বিএনপির চেয়ারপারস খালেদা জিয়ার কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার ছোট্ট বিবৃতিতে ই দল ও জাতির জন্য পথ নির্দেশনা আছে- প্রতিশোধ নয় , প্রতিহিংসা নয়, আসুন আমরা গনতন্ত্র প্রতিষ্ঠা করতে সবাই একযোগে কাজ করি।বিদেশে থাকা তারেক রহমান ও গনতন্ত্র প্রতিষ্ঠা করতে জনগনকে সংঘবদ্ধ করতে ভূমিকা রাখছেন বলে তিনি মনে করেন।



