দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে রয়েছে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় দুই জন এবং ময়মনসিংহ বিভাগে দুই জন।আর অপরজনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ।এর মধ্যে চলতি মাসের ১৬ দিনে ডেঙ্গু তে ৫৮ জনের মৃত্যু হলো।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।, গতকাল শনিবার সকাল ৮ টা থেকে আজ সকাল ৮ টা পর্যন্ত ১ হাজার ১৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৩০০ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ডেঙ্গু তে আক্রান্ত রুগীর সংখ্যা ২৮৬ জন।সব মিলিয়ে ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত ৮৪ হাজার ৯৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিঙগতিতে বলা হয়েছে , দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে নয় মাসে এখন পর্যন্ত ৩৩৬ জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে গতমাসে মারা গেছেন ৮০ জন।যা চলতি বছরে এখন পর্যন্ত সবোর্চ্চ। গতমাসে ডেঙ্গু নিয়ে সবোর্চ্চ ২২ হাজার ৫২০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।এর আগে সেপ্টেম্বর মাসে ডেঙ্গু তে৭৬ জনের মৃত্যু হয়েছিল। হাসপাতালে ভর্তি হয়েছিল ১৫ হাজার ৮৬৬ জন।আর চলতি মাসে এখন পর্যন্ত ১৫ হাজার ১৩৫ ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন।
২০০০ সালে ঢাকায় ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়।ঐ বছর ৫ হাজার ৫৫১ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।এর মধ্যে মারা যান ৯৩ জন। ডেঙ্গু তে সবচেয়ে বেশি আক্রান্ত ও মারা যায় ২০২৩ সালে।সে বছর আক্রান্ত হয়েছিলেন ৩ লাখের বেশি মানুষ।মারা যান ১ হাজার ৭০৫ জন।


