Leadজেলার খবরঢাকা

হাতে বিষের বোতল, উঠলেন প্রেমিকের বাড়িতে…এরপর!

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ): তরুণীর হাতে বিষের বোতল। অভিযোগ প্রেমিক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়েছেন, হাতিয়ে নিয়েছেন নগদ অর্থ ও স্বর্ণালংকার। এরপর সুযোগ বুঝে পালিয়ে গেছেন। তাই বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন প্রেমিক জিসানের বাড়িতে।

ঘটনাটি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা গ্রামের। রবিবার (৯ নভেম্বর) সকাল থেকে ওই তরুণী অভিযুক্ত জিসানের বাড়িতে অবস্থান করছেন। জিসান ওই গ্রামের কাওসারের ছেলে।

তরুণীর দাবি, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্বামী স্ত্রী পরিচয়ে ৭-৮ মাস বাড়ি ভাড়া নিয়ে এক সঙ্গে থেকেছেন জিসান। বিয়ের জন্য চাপ দিলে জিসান তার মাকে নিয়ে পালিয়ে যান। তাই বাধ্য হয়ে তিনি জিসানের বাড়িতে বিষের বোতল নিয়ে অবস্থান করছেন।

তরুণী বললেন, বিয়ে ছাড়া এ বাড়ি থেকে যাবো না। আমার মৃত্যু হলে দায়ী থাকবে জিসান এবং তার মা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জিসান নিজেকে ইউনিয়ন ছাত্রদল নেতা পরিচয়ে নেতাদের ছবি সম্বলিত পোস্টার সাঁটিয়ে এলাকায় নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন।

মানিকগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন পাওয়া সংসদ সদস্য পদ প্রার্থাী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছেন বলেও অভিযোগ উঠেছে। এছাড়া, জিসান মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা আরও জানান, জিসানের বিরুদ্ধে পূর্বেও একাধিক নারীর সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল।

সিংগাইর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মিল্টন মাহমুদ বলেন,ধল্লা ইউনিয়ন কমিটিতে জিসানের কোনো পদ নাই। যেটা করেছে ব্যক্তিগত অপরাধ। ও দলের কেউ হয়ে থাকলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত জিসান পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্য্যপারে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, এখনও পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেয়নি । বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button