নারী কেন্দ্রীক সিনেমা বাড়ছে দেশে

নারী কেন্দ্রীক সিনেমা চলে না,এসব কথার গুরুত্ব এখন আর নাই।
২০২৪ সালে ২০ শে ডিসেম্বর মুক্তি পায় ‘ প্রিয় মালতী’ । শঙ্খ দাশগুপ্তের সিনেমাটি দেখে মনে হবে এ যেন সিনেমা নয়, বাস্তবের নিখুঁত রূপান্তর,কেবল গল্পনয় অভিনয় , কারিগরি দিক, সিনেমাটোগ্রাফির,আর নির্মান মিলিয়ে সিনেমা হিসেবে ও গুরুত্বপূর্ণ কাজ’ প্রিয় মালতি’।এ সিনেমা নয় একবছরে মুক্তি পাওয়া প্রায় সব সিনেমাতেই কম বেশি এই চিত্র পাওয়া গেছে।
মাকসুদ হোসাইনের সাবার কথাই ধরা যাক ।মা ও মেয়ের সম্পর্ক, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব যেভাবে এই সিনেমায় ফুটে উঠেছে , দেশের সিনেমায় অনেক দিন তা দেখা যায় নি।এটি যে দেশে মুক্তি পাওয়া গড়পড়তা সিনেমার হিসেবে সব দিক দিয়ে এগিয়ে,এ কথা বললে ভুল হবে না।
আবার লীসা গাজির ‘ বাড়ির নাম শাহানা’ য় যেভাবে নারীর সংগ্রাম, উদযাপন তুলে ধরা হয়েছে। সেটাও তারিফ করার মতো। নিজেকে ছাড়িয়ে যাওয়ার মতো সব প্রতিকূলতাকে পাশে রেখে একজন নারী যেভাবে তাঁর যোগ্যতর স্থানে পৌঁছান, এ যাত্রা নারী পুরুষ নির্বিশেষে সবাই কে অনুপ্রাণিত করবে।
করোনার সময়ের এক সম্পূর্ন ভিন্ন গল্প ‘ জয়া আর শারমিন ‘ । মৃত্যুর মুখোমুখি ধনি আর গরিবের সব বিভেদ ভুলে যায়, সেই সময়ের দুজন মানুষের অকপট প্রকাশ ই এই সিনেমার মূল ভাব।
ঈদুল আজহার সিনেমার ভিরে ব্যাতিক্রম ছিল ‘ এশা মার্ডার : কর্মফল ‘। অন্য নারীকেন্দ্রিক সিনেমাগুলোর চেয়ে সানি সানোয়ারের সিনেমা টি মেজাজে পুরোমাত্রায় বানিজ্যক।তবে সেখানেও পুরুষশাসিত সমাজে নারীরা কিভাবে নানাভাবে পুরুষদের অনাচার ও বৈষম্যের শিকার হচ্ছেন তা উঠে এসেছে। দেশে মার্ডার মিষ্টি ঘরানার সিনেমা , খুনের ঘটনার তদন্ত নিয়ে সিনেমা নতুন নয়। তবে এ সিনেমায় গল্প যেভাবে উপস্থাপন করা হয়েছে , নিঃসন্দেহে ঢাকা ই সিনেমায় মার্ডার – মিষ্টি ঘরানার উদাহরণ হয়ে থাকবে।



