Leadজেলার খবরসিলেট

বর্ণিল উৎসবে শেষ হলো ‘মহারাসলীলা’

সংবাদদাতা, মৌলভীবাজার: কার্তিক পূর্ণিমা তিথিতে রাসনৃত্যের বর্ণিল উৎসবে মেতে উঠেছিল মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী সম্প্রদায়।

নাচ-গানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শেষ হয়েছে মণিপুরীদের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব—মহারাসলীলা।

বুধবার থেকে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। কমলগঞ্জের মাধবপুর জোড়া মণ্ডপ মাঠে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় এবং আদমপুরের মণিপুরী কালচারাল কমপ্লেক্স মাঠে মী-তৈ মণিপুরী সম্প্রদায়ের আয়োজনে অনুষ্ঠিত হয় মহারাসোৎসব ও মেলা।

বর্ণিল এই উৎসব উপভোগ করতে দেশ-বিদেশ থেকে আসেন হাজারো দর্শনার্থী।

মাধবপুর (শিববাজার) জোড়া মণ্ডপ মাঠে মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ১৮৩তম বার্ষিকী উপলক্ষে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অন্যদিকে আদমপুর গ্রামে বিষ্ণুপ্রিয়া ও মী-তৈ মণিপুরীদের ৪০তম আলাদা উৎসব হয়।

মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ বলেন, মাধবপুর জোড়া মণ্ডপ রাসোৎসব এ অঞ্চলের মধ্যে এক অনন্য আয়োজন। মণিপুরীদের রাসলীলার বিভিন্ন ধরন রয়েছে—নিত্যরাস, কুঞ্জরাস, বসন্তরাস, মহারাস, বেনিরাস বা দিবারাস।

প্রথম পর্বে দিনের বেলায় মণিপুরী শিল্পীরা শ্রীকৃষ্ণের শৈশব ও বাল্যকালের নানা ঘটনা গান ও নৃত্যের মাধ্যমে উপস্থাপন করেন, যেখানে অংশ নেয় অসংখ্য শিশু শিল্পীও।

দ্বিতীয় পর্বে রাতে শুরু হয় মহারাসের মূল অংশ, যেখানে কৃষ্ণের নানা ভাব ও রাধার আগমন মিলে গীতনৃত্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় রাধা-কৃষ্ণের লীলা। চাঁদ ডোবা ও ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে শেষ হয় এ অনবদ্য রাসউৎসব।

উৎসবে আসা পর্যটক সাজ্জাদ হোসেন বলেন, ছোটবেলা থেকেই রাসনৃত্যের গল্প শুনেছি। আজ নিজের চোখে দেখে সত্যিই অভিভূত হয়েছি।

 

Related Articles

Leave a Reply

Back to top button