Leadঢাকাশিক্ষা-স্বাস্থ্য

এমপিওভুক্তির দাবিতে আবার লাগাতার অবস্থানে শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফের ‘লাগাতার অবস্থান’ কর্মসূচি শুরু করেছেন ‘দীর্ঘদিন বেতন না পাওয়া’ ননএমপিও শিক্ষকরা।

‘ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ’ ব্যানারে সোমবার (৩ নভেম্বর) দ্বিতীয় দিনের অবস্থান করছেন তারা।

পরিষদের সাংগঠনিক সমন্বয়ক মুনিমুল হক বলেন, বিগত পবিত্র রমজান মাসে আমরা ননএমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ১৭ দিনের লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছি। সেসময় মাননীয় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব মহোদয় শিক্ষকদের সঙ্গে আলোচনায় এমপিওভুক্তির আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সে আশ্বাস আলোর মুখ দেখেনি। এদিকে বেতন-ভাতা না পাওয়া ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বেতন না পেয়ে আমরা আর্থিক সংকটে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি।

মুনিমুল হক বলেন, সরকারকে এমপিও নীতিমালা ও পরিপত্রের অসম খেলা বন্ধ করে সকল ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার আহ্বান জানাই। তা না হলে আন্দোলনের মধ্য দিয়ে আমরা দাবি আদায় করব।

 

Related Articles

Leave a Reply

Back to top button