গোবিন্দগঞ্জে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

এনএনবি ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে গণপিটুনিতে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। রবিবার (২ নভেম্বর) ভোরে উপজেলার কাঁটাবাড়ি ইউনিয়নের হেলালী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেছে। নিহত কাওসার আলী (৩২) বগুড়ার শিবগঞ্জ এলাকার দামগাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে রংপুর রেঞ্জের সিআইডির একটি ইউনিট।
হেলালী পাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সালাম বলেন, ভোররাত ৩টার দিকে গোয়াল ঘরে কয়েল জ্বালাতে গিয়ে দেখি, দেয়াল ভাঙা, আমার তিনটি গরু নেই। আমি চিৎকার করলে চারদিক থেকে লোকজন বের হয়ে চোরদের ধাওয়া দেয়। পরে আমার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে নাসিরাবাদ এলাকায় শত শত লোক তিনজন চোরকে ধরে মার দেয়। সেখানে দুজন মারা গেছে বলে শুনেছি।
প্রত্যক্ষদর্শী আল-আমিন (২১) বলেন, ‘নাসিরাবাদ এলাকায় গিয়ে দেখি তিনজন পুকুরে। শত শত লোক পুকুরের পাড় থেকে ইট-পাটকেল মারছে। পরে তারা পুকুর থেকে উঠে এলে লোকজন তাদের গণপিটুনি দেয়। সেখানেই দুজন মারা যায়। পরে শুনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে।
গাইবান্ধার সিনিয়র সহকারী পুলিশ সুপার রশিদুল বারী বলেন, চোরদের একটি চক্র গতরাতে হেলালী পাড়ায় গরু চুরি করতে গেলে এলাকার লোকজন গণপিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে মৃত অবস্থায় পায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যায়। যেহেতু এটি হত্যার ঘটনা, সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



