টঙ্গী (গাজীপুর) থেকে শফিকুল ইসলাম শিমুল: সাদা ছড়ি কেবল নিরাপত্তার প্রতীক নয়, বরং স্বাধীন চলাচল, আত্মমর্যাদা ও সামাজিক অন্তর্ভুক্তির প্রতীক। দৃষ্টি প্রতিবন্ধীদের স্বনির্ভর জীবন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
শনিবার (২৫ অক্টোবর) টঙ্গীর ৪৯নং ওয়ার্ডের এরশাদ নগর ৫নং ব্লকের জাগরণী মিশন উচ্চ বিদ্যালয় মাঠে ২৫৮ জন হতদরিদ্র ও দৃষ্টি প্রতিবন্ধীদের সাদা ছড়ি ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস ২০২৫ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক টঙ্গী থানা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম (কামু), সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মো. জসিম উদ্দিন জুয়েল। বিশেষ অতিথি ছিলেন এসআই বায়েজিদ, টঙ্গী পূর্ব থানা।
দৃষ্টি প্রতিবন্ধী মর্জিনা বলেন, সাদা ছড়ি পেয়ে চলাফেরায় স্বাধীনতা বেড়েছে। আশা করি আরও মানুষ আমাদের সাহায্য করবে।
জাহিদুল ইসলাম বলেন, এ ধরনের আয়োজন আমাদের আত্মবিশ্বাস ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সহায়ক। আমরা চাই সমাজের সব মানুষ আমাদের অধিকার সম্পর্কে সচেতন হোক।
অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী ও হতদরিদ্রদের হাতে সাদা ছড়ি ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পরিবার সদস্য ও স্থানীয় সমাজসেবী প্রতিষ্ঠানগুলোও অংশগ্রহণ করে।



