Leadআন্তর্জাতিক

উপকূলে নৌকা ডুবে ৪০ অভিবাসীর মৃত্যু

তিউনিসিয়ার উপকূলে নৌকা ডুবে অন্তত ৪০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবারের এ দুর্ঘটনার পর ৩০ জনকে উদ্ধার করা হয়েছে।

মাহদিয়ার সরকারি কৌঁসুলির দপ্তরের মুখপাত্র ওয়ালিদ বলেন, ‘প্রাথমিক তদন্ত অনুযায়ী নৌযানে ৭০ জন যাত্রী ছিলেন। শিশুসহ ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সবাই সাব-সাহারান আফ্রিকার দেশ থেকে এসেছেন।’

লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিম উপকূলে গত দুই সপ্তাহে কমপক্ষে ৬১ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি চিকিৎসা ও সহায়তাকেন্দ্র জানিয়েছে, তিউনিসিয়ার সীমান্তের জুওয়ারা থেকে রাস ইজদির পর্যন্ত এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। সূত্র : এএফপি

Related Articles

Leave a Reply

Back to top button