জাতীয়

আমি একা ‘সেফ এক্সিট ‘ নিয়ে কি করবো: আমার ছেলেমেয়ে সবাই থাকে দেশে, স্বরাষ্ট্র উপদেষ্টা

সম্প্রতি উপদেষ্টারা ‘সেফ এক্সিট’ চাইছেন এমন একটি বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব ) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন , তাঁর ছেলে – মেয়েরা সবাই দেশেই আছেন । তিনি একা একা ‘সেফ এক্সিট’ ‘নিয়ে কি করবেন।

আজ রোববার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমেটির সভাশেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।এ সময়ে সাম্প্রতিক সময়ে উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গ তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, তিনি ও এমন কিছু চান কিনা? জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ‘কে কি চায় ,এটা তার ব্যক্তিগত বিষয় । আমার ছেলেমেয়ে সবাই দেশে আমি একা সেফ এক্সিট নিয়ে কি করবো?

এরপর বেহাত হওয়া কতগুলো অস্ত্র উদ্ধার হয়েছে – এমন প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম বলেন, ‘এটা আইজিপির সাথে কথা বলে পরের সভায় হয়তো জানাতে পারবো।’

নির্বাচনের সাথে কেউ যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে বলে আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন সব অস্ত্র সব সময় উদ্ধার হয় না কিছু অস্ত্র তো বাইরে থাকে।এ জন্য ই তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন হয়। যদি সব অস্ত্র উদ্ধার হয়ে যেত তাহলে তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাগতো না, নির্বাচন স্বাভাবিক ভাবে হয়ে যেত।কোন ধরনের অসুবিধা নেই । আল্লাহ চাইলে ভালো ভাবে নির্বাচন হবে।

Related Articles

Leave a Reply

Back to top button