অর্থ-বাণিজ্য

পাচার হওয়া অর্থ ফেরাতে ৭ আইনি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংক গুলোকে চুক্তি করতে বলেছে বাংলাদেশ ব্যাংক

ক্ষমতা চ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ও দশ শিল্প গোষ্ঠীর পাচার করা অর্থ উদ্ধারে ব্যাংক গুলোকে আইনি পদক্ষেপ নিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।এর অংশ হিসেবে স্বনামধন্য ৭ টি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে বলা হয়েছে।যারা পাচার করা অর্থ উদ্ধার করতে পারবে।

আজ সোমবার ব্যাংক গুলোর সঙ্গে এক সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এমন নির্দেশ দিয়েছেন।এ সময় পাচার করা অর্থ উদ্ধারের জন্য নিয়োজিত গভর্নরের উপদেষ্টা ফারহানুল গনি চৌধুরী , বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফ আইইউ) নির্বাহী পরিচালক মফিজুর রহমান খান চৌধুরী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে মার্কেন্টাইল ব্যাংকের এমডি মতিউল হাসান গনমাধ্যম কে বলেন,যেসব অর্থ পাচার হয়েছে তা ফেরাতে হবে বিদেশি প্রতিষ্ঠানের সহায়তায়।

সভা শেষে বাংলাদেশ ব্যাংকের মূখপাত আরিফ হোসেন খান গন মাধ্যমকে বলেন,দেশ থেকে যে সব অর্থ পাচার হয়েছে ,তা উদ্ধারে ব্যাংক গুলোকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। আবার ব্যাংক গুলো নিজস্ব চিন্তায় যদি কোন প্রতিষ্ঠান থাকে ,যারা পাচার করা অর্থ উদ্ধারে কাজ করে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে বলা হয়।এসব প্রতিষ্ঠান আগ্রহী হলে প্রাথমিকভাবে চুক্তির নির্দেশ দেয়া হয়েছে। বিদেশি প্রতিষ্ঠান নিয়োগ হলে তারা ডকুমেন্ট নিয়ে যাচাই-বাছাই করে দেখতে পারে কোন সম্পদ উদ্ধার করা যাবে আর কোন সম্পদ উদ্ধার করা যাবে না

Related Articles

Leave a Reply

Back to top button