ক্রীড়াঙ্গন

শানাকা কেন আউট নন

এশিয়া কাপে  গতকাল রাতে সুপার ফোরে ভারত- শ্রীলংকা ম্যাচে সুপার ওভারে ঘটল এক বিরল ঘটনা।তাতে বিভ্রান্ত হলেন খেলোয়াড়, দর্শক, এমনকি ধারাভাষ্যকাররাও।

ঘটনাটি সুপার ওভারে চতুর্থ বলে ভারতের বাহাতি পেসার অশদীপ সিং শানাকার অফ স্টাম্পের বাইরে দারুন এক ইয়র্কার মারেন।শানাকা বলটি খেলতে পরাস্ত হোন।বল চলে যায় উইকেট কিপার সঞ্জু স্যামসনের হাতে।অশদীপ সঙ্গে সঙ্গে ক্যাঁচ আউটের আবেদন করেন।মাঠে বাংলাদেশী আম্পায়ার গাজি সোহেল আউট দেন।

ভারতের উইকেট কিপারের কাছে বল থাকতে শানাকা দৌড়ে এক রান নেয়ার চেষ্টা করেন।স্যামসন ” আন্ডার আর্ম থ্রো ” করে স্ট্যাম্প ভেঙে ফেলেন।তখন ক্রিজ থেকে অনেক দূরে ছিলেন শানাকা। সবাই ভেবেছিলেন শানাকা রান আউট । কিন্তু নিয়মের কারণে বেঁচে জান শানাকা। ক্রিকেটে র আইন বলছে, আম্পায়ার যখন কোন ব্যাটসম্যান কে আউট ঘোষণা করেন ,তখন ই এ ডেলিভারি টা ” ডেড” হয়ে যায়।মানে এর পর যা ঘটে তার কোন মূল্য নাই।গাজী সোহেল ক্যাচের আউট দেয়ার পর শানাকা সঙ্গে সঙ্গে রিভিউ নেন। আল্ট্রাএজে দেখা যায় , ব্যাটে বল লাগে নি। সিদ্ধান্ত বদলে যায় ক্যাঁচ আউট হয়নি।নিয়ম অনুযায়ী এরপর রান আউটের ঘটনা হওয়ার সুযোগ নেই।কারন মাঠের আম্পায়ার ক্যাঁচ আউট দেয়ার পর ই ডেলিভারিটি ডেড হয়ে যায়।

আইসিসির আইনে ২০.১.১.৩ ধারায় বলা হয়েছে , আম্পায়ার আউট ঘোষণা করলেই সঙ্গে সঙ্গে বল ডেড হয়ে যায়।পরে সিদ্ধান্ত উল্টে গেলেও সে ডেড বলের অবস্থা বদলায় না। তাই রান আউট হওয়া সত্ত্বেও বেঁচে জান শানাকা।

ভারতের সাবেক পেসার ইরফান পাঠান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করেন।ইফরানের এক্স হেন্ডেলে এ নিয়ে লিখা হয়’ ক্যাচ আউট দেয়া হয়েছে এবং রিভিউ নেওয়ায় বল( ডেলিভারি) ডেড। আম্পায়ার গাজি সোহেল নিজের অবস্থান পরিষ্কার করেছেন ভারতের কাছে।

তবে সুপার ওভারে শানাকা টিকতে পারেন নি।পরের বলে অশদীপ তাকে আউট করেন। শ্রীলংকা থামে মাত্র দুই রানে। ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব এর ওয়ারিনদু হাসা রাঙার প্রথম বলে তিন রান তুলে ম্যাচ জিতে নেন।

এর আগে দুবাইয়ে ভারতের ২০২ রানের সংগ্রহ তারা করতে নেমে শ্রীলংকা ২০ ওভারেই ২০২ করে থামে। শেষ বলে শ্রীলংকার দরকার ছিল তিন রান।তখন ও স্ট্রাইকে ছিলেন শানাকা। তিনি নিতে পারেন দুই রান। কালকের আগে খেলা দুই দলের সর্বশেষ টি টোয়েন্টি টাই হয়েছিল।

গত বছর জুলাইয়ে পাল্লেকেলেতে সেই ম্যাচে ও শ্রীলংকা সুপার ওভারে করতে পারে দুই রান।কালকের মতো সূর্য কুমার এক বলেই জয় তুলে নেন।

Related Articles

Leave a Reply

Back to top button