দূর্বলতা বাংলাদেশের মাথা ব্যথা শ্রীলঙ্কার
২০১৮ সালে নিদাহাস ট্রফি থেকে শুরু হয়ে নানা ঘটনা প্রবাহে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের ‘নাগিন ডার্বি ‘ আন্তর্জাতিক ক্রিকেটে এখন বেশ আলোচনার বিষয়।
দুই দিন ধরে তাদের ই ‘ বন্ধু ‘ হয়ে থেকে আবার শ্রীলঙ্কার প্রতিপক্ষ বাংলাদেশের।
বাংলাদেশ এশিয়া কাপে সুপার ফোরে পৌঁছবে কিনা ,সেটির জন্য তাদের তাকিয়ে থাকতে হয়েছিল শ্রীলঙ্কার জয়ের দিকে।
দুই দিন আগে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচের আগে তারা হয়ে উঠেছিল বাংলাদেশের বন্ধু।
সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে গিয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি শ্রীলংকার জার্সি গায়ে ছবিতে।
দুবাইয়ে টিম হোটেলে কপালে চিন্তার ভাঁজ নিয়ে ম্যাচ টির দিকে দাঁড়িয়ে তাকিয়ে থাকতে দেখা গেছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের।
নেট রান রেটে পিছিয়ে থাকা বাংলাদেশের সুপার ফোরে উঠার সহজ সমীকরন ছিল আফগানিস্তান কে শ্রীলঙ্কা হাড়িয়ে দেওয়া।
সেই সমীকরন মিলে যাওয়ার পরও একদিনের ব্যবধানে সম্পর্কটা আগের অবস্থানে ফিরেছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সুপার ফোরে প্রথম ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ
শ্রীলঙ্কার ।
আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের লড়াই টা এখন নিয়মিত। ম্যাচের আগের দিন গতকাল শ্রীলংকার বেটিং কোচ থিলান কান্দাবিও বলেছেন,গত তিন চার মাসে আমরা পাঁচবার মুখোমুখি হয়েছি। তাদের শক্তি ও দূর্বলতা সম্পর্কে আমরা জানি।আশা করছি, আমাদের ছেলেরা তাদের পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারবে।
বাংলাদেশের দূর্বলতার জায়গা পঞ্চম বোলার। আফগানিস্তানের বিপক্ষে তা গত ম্যাচে ফুটে উঠেছিল ভালোভাবেই।
আজ তাই বোলিং এর পরিবর্তন আনতে একাদশে মেহেদী হাসান ফিরতে পারেন। দুবাইয়ের উইকেটের স্পিনারদের সাহায্য পাওয়ার কারনে সেটির প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে। ম্যাচের আগের দিন দলের প্রতিনিধি হয়ে আসা পেস বোলিং কোচ শন টেইট যা বলেছেন, এ নিয়ে দলের পরিকল্পনা ঠিক হয়নি এখনো।
শ্রীলংকার আবার দুশ্চিন্তা বেশি এই সপীন নিয়ে।অফ ফর্মে থাকা মহীশ তীকশানাকে বসিয়ে তারা আফগানিস্তানের বিপক্ষে খেলেছিল দুনীত ভেল্লালগেকে। বাবার শেষ কৃর্তে অংশ নীতে তিনি দেশে ফিরে গেছেন। ম্যাচের আগে তিনি দুবাই ফিরলেও খেলার সম্ভাবনা নেই।
শ্রীলংকার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে সবশেষে টি -টোয়েনটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ।তবে কাছের অতীতটা সুখকর শ্রীলংকার জন্য।এই এশিয়া কাপেই গ্রুপ পর্বে বাংলাদেশ কে বিধ্বস্ত করে দিয়েছিল। শূন্য রানে দুই উইকেট হারানোর সেই দু স্মৃতি পেরিয়ে বাংলাদেশে পরে ১৩৯ রান করেছিল।তবে শেষ পর্যন্ত ঐ রান তারা করে ফেলে ১৪.৪ ওভারেই। গ্রুপ পর্বে বাকি দুটি ম্যাচ জিতে ,তারা গ্রুপ পর্ব পেরিয়েছে চ্যাম্পিয়ন হিসেবে।
ম্যাচ নিয়ে শ্রীলংকার ব্যাটিং কোচের মতো বাংলাদেশের পেস বোলিং কোচ টেইটের আন্ত বিশ্বাসটাও এক ই কারনে।
বাংলাদেশের চিন্তার আর একটি জায়গা – আগের ম্যাচের শুরুতে এনে দেয়া ভিতটা কে কাজে লাগাতে পারেনি শেষের দিকের ব্যাটসম্যানরা।
আফগানিস্তানে বিপক্ষে প্রথম ম্যাচে ই ১০ ওভারেই ৮৭ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত তারা থেমেছে ১৫৪ রানে।সেই রানটা জয়ের জন্য প্রমানিত হলেও দুশ্চিন্তা তো রয়েই গেছে।টেইট আবশ্য আশায় রাখলেন কাল(আজ ) মাঠে দেখতেই পাবেন।
শুধু শেষের ব্যাটিং নয় আজ জিততে হলে সামর্থ দেখাতে হবে সর্বস্তরে। গ্রুপ পর্বে তারা জিতেছে দুটি ম্যাচে। তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় কষতে হয়েছে অনেক অংক। সুপার ফোরে ও চার দলের মধ্যে ফাইনালে যাবে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দুই দল।নেট রান রেট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এখানে ও।



