সাত রাস্তা মোড় অবরোধ করেছে কারিগরি শিক্ষার্থীরা, তীব্র যানজট
সাত রাস্তা মোড় অবরোধ করেছে কারিগরি শিক্ষার্থীরা, তীব্র যানজট
কারীগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে সাত রাস্তা মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায় ।এতে সংশ্লিষ্ট সড়ক গুলোতে শুরু হয় তীব্র যানজট।
রাজধানীর তেজগাঁওয়ে সাত রাস্তা অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ, সরকারী ও বেসরকারী কারিগরি শিক্ষা বোর্ডের সকল শিক্ষার্থীরা।
চারদফা দাবিতে আজ বুধবার সোয়া এগারো টার দিকে রাজধানীর সাত রাস্তা মোড় অবরোধ করে।
চার দফা দাবি হলো: প্রকৌশল অধিকার কর্তৃক আন্দোলন ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশে হত্যা র হুমকি প্রদান কারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা, কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশে অযৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা,ও সুপারিশ অনুযায়ী পূর্নাঙ্গ বাস্তবায়ন করা এবং ইন্জিনিয়ার ওয়ান চ্যানেলে এডুকেশন চালু করা।
আন্দোলন কারী শিক্ষার্থী নাফিস আল রূশদ বলেন,এর আগে ছয় দফা দাবিতে আন্দোলনে নামতে হয়েছিল।সরকার সেগুলো মেনে নিলেও এখন ও বাস্তবায়ন হয়নি।সেগুলো বাস্তবায়ন করতে হবে। এদিকে বিএসসি ইঞ্জিনিয়াররা অযৌক্তিক তিন দফা দাবি তুলেছে। সেগুলো নিরসন করতে হবে।দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়া হবে না বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।



