জাতীয়
সাংবাদিক তরিকুলের মৃত্যুতে ছাত্রদলের শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) সংবাদ সংগ্রহের পর অফিসে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে অসুস্থ হয়ে এক সাংবাদিক মারা গেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত সাংবাদিকের নাম তরিকুল ইসলাম। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
তরিকুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এক বিবৃতিতে ছাত্রদল জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় অনলাইন ভিত্তিক টেলিভিশিন ‘চ্যানেল এস’ এর সিটি রিপোর্টার তরিকুল শিবলী মৃত্যুবরণ করেন। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
চ্যানেল এস এর চিফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান জানান, সকাল থেকে ডাকসুর নির্বাচনের সংবাদ সংগ্রহ করছিলেন তিনি।
টিএসসিতে নিউজ কাভার করে এরপর যান কার্জন হলে। সেখানে লাইভ করার পর সহকর্মীরা প্রস্তুতি নিচ্ছিলেন সেগুনবাগিচায় অফিসে ফিরে দুপুরের খাবার খেতে।
এ সময় কার্জন হলের গেটের সামনে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তরিকুল। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, তার বাসা টঙ্গীর বনমালা রোডে। আর গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার এতবারপুর গ্রামে।



