ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২তম জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু ২৯ মে

শামীমা আক্তার দোলা: ‘আইনের শাসন ও বৈশ্বিক দৃষ্টান্তের রদবদল: ন্যায়, সমতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২তম জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন (ডিউমুনা)। চারদিনব্যাপী এই সম্মেলন চলবে ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিউমুনার সভাপতি নওশিন ফাতমি। তিনি বলেন, “পরিবর্তিত বিশ্বে বৈষম্যের অবসান ঘটিয়ে সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে আইনের শাসনের গুরুত্ব তুলে ধরা হবে এবারের সম্মেলনে।”
এবারের সম্মেলনে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আসা ৫০০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এর পাশাপাশি প্রতিবেশী দেশগুলো থেকেও শিক্ষার্থীরা আসবেন।
সভাপতি জানান, এবারের সম্মেলনে মোট ১১টি কমিটি থাকবে, যার মধ্যে ৬টি নতুন যুক্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কমিটিগুলো হলো— জাতিসংঘ সাধারণ পরিষদের ষষ্ঠ কমিটি, নিরাপত্তা পরিষদ ১৫৪০ কমিটি, নারীর মর্যাদা বিষয়ক কমিশন, ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (UNODC), গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় (মডেল)।
ডিউমুনার সাধারণ সম্পাদক সালেহ্ বিন অনাবিল, সহসভাপতি নাজিফা আনজুম, প্রচার সম্পাদক তাহজিন মুনির ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্বর্ণা সাহাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
২০১১ সালে যাত্রা শুরু করা ডিউমুনা ২০১২ সাল থেকে প্রতি বছর নিয়মিতভাবে এই শিক্ষামূলক সম্মেলনের আয়োজন করে আসছে। সম্মেলনে অংশগ্রহণকারীরা কূটনৈতিক দক্ষতা, বিশ্লেষণ ক্ষমতা, দলগত কাজ, আনুষ্ঠানিক বিতর্ক ও তথ্যভিত্তিক উপস্থাপনার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জনের সুযোগ পান।
সংগঠনটির মূল লক্ষ্য তরুণদের নেতৃত্ব বিকাশের পাশাপাশি তাদেরকে বিশ্বনাগরিক হিসেবে গড়ে তোলা, যারা চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকবে।



