Leadপ্রবাসে বাংলা

দেশে ফিরেছে ইরানে আটকেপড়া আরও ৩২ বাংলাদেশি

ইরানে আটকে পড়া আরও ৩২ বাংলাদেশি দেশে এসে পৌঁছেছেন। মঙ্গলবার (০৮ জুলাই) সকালে ইরান থেকে বিমান যোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, তেহরান থেকে মাশহাদ ও সংযুক্ত আরব আমিরাতের শারজাহ হয়ে ৩২ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

এর মধ্যে মঙ্গলবার ভোরে এয়ার এরাবিয়ার প্রথম ফ্লাইটে এসেছেন ২২ জন ও সকালে দ্বিতীয় ফ্লাইটে ১০ জন। এর আগে প্রথম দফায় গত ১ জুলাই ২৮ বাংলাদেশি দেশে ফিরেন।

জানা যায়, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে দেশে ফিরতে আগ্রহী ২৫০ বাংলাদে‌শি তেহরান দূতাবাসে নিবন্ধন করেন। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় নিবন্ধিতদের বেশিরভাব এখন দেশে ফিরতে চাইছেন না। তবে ইরানে থাকা অনেক অবৈধ বাংলাদেশি দেশে ফিরতে চাইছেন।

উল্লেখ্য, গত ১৩ জুন ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। ১২ দিন যুদ্ধ চলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

Related Articles

Leave a Reply

Back to top button