Leadচট্রগ্রামজেলার খবর

ত্রিপুরায় সীমান্ত বৈঠকে পুশইন বন্ধের আহবান বিজিবির

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বিএসএফ’র সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বিএসএফ’র সম্মেলন কক্ষে এই দুই দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। বৈঠকে বিজিবির পক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

অপরদিকে, বিএসএফের পক্ষে ত্রিপুরা রাজ্যের আগরতলার গকূলনগর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক অজয় কুমার সিং ৫ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বিএসএফের পুশইন বন্ধ রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, যৌথ টহল তৎপরতা জোরদারকরণ এবং গোয়েন্দা নজরদারি বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উভয় পক্ষের কোম্পানি কমান্ডাররা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button