অপরাধ-আদালতচট্রগ্রামজেলার খবর

দুই যুবকের গলা-কবজি কাটা ও চোখ উপড়ানো মরদেহ উদ্ধার

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজনের গলা ও হাতের কবজি কাটা এবং অন্যজনের চোখ উপড়ানো ছিল। রোববার (১১ মে) বেলা ১১টা ও শনিবার (১০) গভীর রাতে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকার মামুন মিয়ার ছেলে সাকিবুল ইসলাম জয় (২৬) এবং শহরের মেড্ডা বনানী পাড়ার বাসিন্দা লিটন মিয়া (২০)।

পুলিশ জানায়, খবর পেয়ে রোববার সকাল ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে পুনিয়াউট আনসার ও ভিডিপি অফিস এলাকায় ঝুপঝাড় থেকে সাকিবুল ইসলাম জয় নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ওই যুবক এলাকার চিহ্নিত ছিনতাইকারী।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, সকালে ৯৯৯-এ কল পেয়ে পুনিয়াউট ঝুপঝাড়ে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে এবং একটি চোখ উপড়ে ফেলা হয়েছে।

ওসি আরো জানান, নিহত জয় এলাকার চিহ্নিত ছিনতাইকারী ছিলেন। তার বিরুদ্ধে সদর মডেল থানায় ৫টি মামলা রয়েছে। তবে কে বা কারা কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এর আগে শনিবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ১টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ থেকে লিটন মিয়া (২০) নামে এক অটোরিকশা চালকের গলা ও হাতের কবজি কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, প্রতিদিনের মতো শনিবার (১০ মে) সকালেও ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গ্যারেজ থেকে বের হয়েছিলেন লিটন মিয়া। এদিন রাত ১টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তার গলা ও হাতের কবজি কাটা ছিল। ঘটনাস্থল থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

ওসি আরো জানান, এটা পূর্বশত্রুতা নাকি দস্যুতা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজ নাউ বাংলা/ ১১ মে, ২০২৫/এসি/ জেডআরসি

Related Articles

Leave a Reply

Back to top button