আন্তর্জাতিক

ইসরাইলের নিরস্ত্রীকরণ প্রস্তাবে রাজি নয় হামাস

হামাসকে নিরস্ত্রীকরণের নামে মিশরের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরাইল। এতে রাজী নয় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীটি। ফিলিস্তিনের আত্মসমর্পণই ইসরাইলের মূল লক্ষ্য বলে অভিযোগ সংগঠনটির।

হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি সংবাদমাধ্যম আল জাজিরাকে জানায়, মিশরের কাছ থেকে তারা একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পেয়েছে। তবে মিশরীয় পক্ষ জোর দিয়ে বলেছে যে ফিলিস্তিনি গোষ্ঠী অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো চুক্তি সম্ভব না।

হামাসের ওই কর্মকর্তা বলেন, ‘মিশরের প্রস্তাবে আমাদের প্রতিনিধি দল বিস্মিত হয়েছে, তাদের প্রস্তাবে প্রতিরোধ নিরস্ত্রীকরণের বিষয় অন্তর্ভুক্ত।’
তিনি আরও বলেন, হামাস তার অবস্থানে অনড়, যেকোনো চুক্তি হওয়া উচিত গাজায় ইসরাইলের যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে তাদের প্রত্যাহারকে কেন্দ্র করে।
 
হামাসের কর্মকর্তা বলেন, হামাসের অস্ত্র আলোচনার বিষয় নয়। আমরা নিরস্ত্র করার অনুরোধের কথাটি শুনতেও রাজি নই।
 
এদিকে গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা অব্যাহত রয়েছে। সোমবার (১৪ এপ্রিল) গাজার খান ইউনিস, শুজাইয়া ও তুফাহ এলাকায় একের পর এক বিমান হামলায় ভোর থেকে প্রাণ গেছে বহু ফিলিস্তিনির।
 
পশ্চিম তীরেও থেমে নেই ইসরাইলি সেনাদের অভিযান। অঞ্চলটির তুলকারেম শহরে বাড়িঘর ও দোকানপাটে তল্লাশি চালিয়ে ক্যাফেতে বোমা ছোঁড়ে দখলদার বাহিনী। নুর শামস শরণার্থী শিবিরেও উচ্ছেদ করা হয় বাসিন্দাদের।
 
পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি তুলেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি।

Related Articles

Leave a Reply

Back to top button