জাতীয়

কার্যালয় থেকে হেফাজতে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার

রাঙামাটিতে ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরীকে তার কার্যালয় থেকে হেফাজতে নিয়ে রাজধানীর দিকে রওয়ানা হয়েছে পুলিশের একটি বিশেষ টিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।

রোববার (১৩ এপ্রিল) বেলা আড়াইটার পর পুলিশের একটি টিম তাকে নিয়ে রাজধানীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। পুলিশের উদ্বর্তন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেছেন তারা।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাকে ডেকেছে। তিনি ঢাকায় যাচ্ছেন। আমরা তাকে পৌঁছে দিচ্ছি।

৩০ তম বিসিএসের (পুলিশ ক্যাডার) মাধ্যমে ২০১২ সালের ৩ জুন অনির্বাণ চৌধুরী বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ২০১৮ সালের ২০ ডিসেম্বর অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন।

২০২২ সালের সেপ্টেম্বরে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নরসিংদী জেলা পুলিশে যোগ দেন। গত বছরের জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তিনি নরসিংদীতে কমর্রত ছিলেন বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button