
ঢাকা : বাংলাদেশে বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করে। যার প্রতীক হিসেবে ঢাকায় ‘সম্প্রীতি ভবন’ নামের এক নতুন স্থাপনা নির্মাণ করা হচ্ছে।
রোববার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনে এ সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
এরপর তিনি সেখানে অবস্থিত প্রার্থনা হল পরিদর্শন করেন। পরে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, শান্তি এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আমরা একটি টেকসই সমাজ গড়তে পারি।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এ ভবন শুধু একটি কাঠামো নয়, বরং এটি হয়ে উঠবে একটি অনুপ্রেরণামূলক স্থান, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম শিখবে শান্তি, সহনশীলতা ও মিলেমিশে থাকার চর্চা।
উল্লেখ্য, মেরুল বাড্ডায় ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার। বাংলাদেশে বৌদ্ধদের ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি।
নিউজ নাউ বাংলা / ১৩ এপ্রিল ২০২৫/ জেডআরসি