Leadজাতীয়তথ্যপ্রযুক্তি

স্টারলিংক ইন্টারনেট যুগে বাংলাদেশ

ঢাকা : বাংলাদেশে যাত্রা শুরু করলো মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্পেস এক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংক, যা স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান করে।

বুধবার (৯ এপ্রিল) রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

বিজনেস সামিটের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্টারলিংকের এই পরীক্ষামূলক সেবা উদ্বোধন করেন। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবার ব্যবহার শুরু হল, যা আন্তর্জাতিক মানের ইন্টারনেট সেবা নিশ্চিত করতে সাহায্য করবে। সম্মেলনে অংশগ্রহণকারীরা এই সেবা ব্যবহার করছেন।

এ ছাড়া, স্টারলিংকের ইন্টারনেট সেবা ব্যবহার করে সম্মেলনের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এর আগে, গত ৬ এপ্রিল এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, স্টারলিংক বিডার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছে।

উল্লেখ্য, গত ২৯ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) স্টারলিংককে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর জন্য অনুমোদন দেয়।

স্টারলিংক কী, গতি ও খরচ
স্টারলিংক স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা প্রদান করে, যা তারবিহীনভাবে বিশ্বব্যাপী দ্রুতগতির ইন্টারনেট সেবা দেয়। স্পেসএক্সের ওয়েবসাইট অনুযায়ী, স্টারলিংক পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে সেবা প্রদান করে। বর্তমানে তাদের প্রায় ৬,৯৯৪টি স্যাটেলাইট সচল রয়েছে।

স্টারলিংক ইন্টারনেটে ডাউনলোড গতি ২৫-২২০ এমবিপিএস এবং আপলোড গতি ৫-২০ এমবিপিএস পর্যন্ত হতে পারে। বাংলাদেশে বর্তমানে মোবাইল ইন্টারনেটের গড় ডাউনলোড গতি ৪০ এমবিপিএসের কিছু কম এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের ডাউনলোড গতি প্রায় ৫১ এমবিপিএস। ফলে স্টারলিংকের গতি তুলনামূলকভাবে অনেক বেশি হবে।

স্টারলিংকের ওয়েবসাইট অনুযায়ী, বাসাবাড়ির জন্য স্টারলিংক কিটের (রিসিভার, রাউটার, তার, পাওয়ার সাপ্লাই) দাম ৩৪৯-৫৯৯ ডলার (প্রায় ৪৩-৭৪ হাজার টাকা)। মাসিক ফি ১২০ ডলার (প্রায় ১৫ হাজার টাকা)। করপোরেট গ্রাহকদের জন্য খরচ আরও বেশি হবে।

স্টারলিংকের আগমন বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে পারে, বিশেষত দূরবর্তী অঞ্চলে ইন্টারনেট সেবা সহজলভ্য করতে।

নিউজ নাউ বাংলা /০৯ এপ্রির ২০২৫/ জেডআরসি

Related Articles

Leave a Reply

Back to top button