বছর আগে ছিল একাধিক মামলা, এখন সম্পদ বেড়ে দ্বিগুণ

এক বছর আগে মামলার ভারে জটিল এক অবস্থায় পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এখন সেসব মামলা তো নেই-ই, বরং তাঁর সম্পদ বেড়ে দ্বিগুণ হয়েছে। জায়গা করে নিয়েছেন বিশ্বের শীর্ষ বিলিয়নিয়ারদের তালিকায়। ফোর্বসের মতে, ট্রাম্পের সম্পদ এখন ৫ বিলিয়ন ডলারের। আর তিনি বিশ্বের ৭০০তম বিলিয়নিয়ার।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, সম্প্রতি এ বছরের বিশ্বের শীর্ষ বিলিয়নিয়ারদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। তাতে দেখা যায়, এক বছরে ট্রাম্পের সম্পদ বেড়ে দ্বিগুণ হয়েছে।
এই তো সেদিনের কথা। ট্রাম্প তখন মামলার পর মামলার মুখোমুখি। এর মধ্যেই গত বছর নিজের সম্পদ নিয়ে জালিয়াতির দায়ে তাঁর বিরুদ্ধে রায় দেন আদালত। এমনকি নিউইয়র্কের তখনকার অ্যাটর্নি জেনারেল লেটিলিয়া জেমস তাঁর সম্পদ জব্দ করার আভাসও দেন। এমনকি তাঁর ৪০ ওয়াল স্ট্রিট ভবনও এই জব্দের তালিকায় ছিল।
একটা সময় এমন মনে হয়েছিল যে, ট্রাম্প হয়তো দেউলিয়া হয়ে যাচ্ছেন। বিশেষ করে আজ থেকে ঠিক এক বছর আগে যখন তাঁর সম্পদের পরিমাণ ছিল মাত্র ৪১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। এমনকি তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের ইতি দেখে ফেলেছিলেন অনেকে।
কিন্তু ট্রাম্প খুব দ্রুতই ঘুরে দাঁড়িয়েছেন। তাঁর লিগ্যাল টিম এতে বেশ দারুণ সব কাজ করেছে। আর ব্যবসায়ী হওয়ার সুবাদে ট্রাম্প ভালোভাবেই জানতেন, কীভাবে এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হয়। একের পর এক কৌশল প্রয়োগ করতে থাকেন তিনি। আর এগুলো সবই কাজে লাগতে শুরু করে।
ট্রাম্প প্রথমেই সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করেন ব্যবসায়িক চিন্তা থেকে। চালু করেন ট্রুথ সোশ্যাল। এতে কিছুটা ক্ষতি হলেও সমর্থকেরা একত্র হতে একটা বিশেষ প্ল্যাটফর্ম পান, যা পরে স্টক মার্কেটকেও চাঙা করে দেয়।
তবে ফোর্বস বলছে, ট্রাম্পকে দ্রুত এগিয়ে নিয়ে গেছে ক্রিপ্টোকারেন্সি। গত বছরের অক্টোবরে ট্রাম্প ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়াল নামের একটি ক্রিপ্টো প্রজেক্ট চালু করেন। এতে করে অনেক বিনিয়োগকারী পান তিনি। আর অভিনব এই উদ্যোগই তাঁকে এগিয়ে নিয়ে যায় নির্বাচনের মাঠেও।
এখানেই থেমে থাকেননি ট্রাম্প। তিনি নিজের নামে হ্যাশট্যাগ চালু করে ডিজিটাল টোকেন ব্যবস্থা আনেন। তাতে বিনিয়োগকারীরাও সাধারণ একটি প্ল্যাটফর্ম পান। তাঁর ট্রাম্পের শেয়ারের দাম বাড়তে থাকে হু হু করে।
তবে ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের চেয়ে সম্পদের দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ৩ হাজারের বেশি বিলিয়নিয়ারের তালিকায় শীর্ষে থাকা ইলন মাস্কের সম্পদ এখন ৩৪২ বিলিয়ন মার্কিন ডলার। এবার ফোর্বস যে ৩ হাজার ২৮ জন বিলিয়নিয়ারের তালিকা প্রকাশ করেছে, তাঁদের মোট সম্পদ ১৬ ট্রিলিয়ন ডলারের বেশি।
নিউজ নাউ বাংলা / ০৬ এপ্রিল ২০২৫/ জেডআরসি