Leadজাতীয়রাজকূট

কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না ভারত

ড. মুহাম্মদ ইউনূসকে নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ দেয় এবং বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না।

শুক্রবার (০৪ এপ্রিল) ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মোদি এ মন্তব্য করেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে। খবরে বলা হয়, মোদি বলেন, বাংলাদেশ ও ভারতের ইতিহাস একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত, যা বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে চলে আসছে।

ভারত ‘প্রগতিশীল, গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক’ একটি বাংলাদেশকে সবসময় সমর্থন করবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আমাদের সম্পর্ক জনগণের সাথে জনগণের, কোনো ব্যক্তি বা রাজনৈতিক সংগঠনের সাথে নয়।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজ নাউ বাংলা/ ০৪ এপ্রিল ২০২৫/ জেডআরসি

Related Articles

Leave a Reply

Back to top button