Leadক্রীড়াঙ্গন

হামজা চৌধুরী এখন বাংলাদেশে

ঢাকা : মাতৃভূমিতে পা রেখেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নবাগত তারকা হামজা দেওয়ান চৌধুরী। সিলেটের ওসমানী বিমানবন্দরে সোমবার (১৭ মার্চ) বেলা ১১টা ৩০ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজ অবতরণ করে।

বাফুফের সঙ্গে চুক্তি অনুযায়ী, হামজা বিজনেস ক্লাস আসনেই যাত্রা করেছেন। তার শেকড় হবিগঞ্জের বাহুবল গ্রামে। তাই তিনি সরাসরি সিলেটে পৌঁছে সড়কপথে পরিবারের সঙ্গে হবিগঞ্জ যাবেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে থাকবেন বাফুফের চার নির্বাহী সদস্য। সিলেট ও হবিগঞ্জে তাকে বরণ করে নিতে স্থানীয় ফুটবলপ্রেমীরাও অধীর অপেক্ষায়। তার নিরাপত্তা নিশ্চিত করতে বাফুফে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সঙ্গে সমন্বয় করেছে।

হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী আগেই দেশে এসে হবিগঞ্জের বাড়িতে অবস্থান করছেন। হামজার সঙ্গে তার স্ত্রী, তিন সন্তান ও মা একই ফ্লাইটে আসছেন। দেশের জার্সিতে তার প্রথম ম্যাচ দেখার জন্য পরিবারও উচ্ছ্বসিত। তারা শিলং স্টেডিয়ামে বসেই খেলাটি উপভোগ করার পরিকল্পনা করেছেন।

বাফুফে চাইছে মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলের ফ্লাইটে হামজা ঢাকা ফিরে সরাসরি হোটেলে দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু হামজার মা রাতের ফ্লাইটে ছেলে ও ছেলের বৌকে নিয়ে ফিরতে চান। বিকালের ফ্লাইটে ঢাকায় ফিরতে হলে আগে বাসা থেকে বের হতে হবে। রাতে শেষ ফ্লাইটে ঢাকায় ফিরলে আরো কিছুক্ষণ নিজ বাসায় সময় দিতে পারবেন হামজা। অনেক দিন পর হামজা গ্রামে মায়ের বাসায় ফিরছেন। তাই মা রাফিয়া চৌধুরী ছেলেকে বেশি সময় নিজ ঘরে রাখতে চাইছেন।

১৯ মার্চ দুপুরে টিম হোটেলে বাংলাদেশ দলের অফিশিয়াল প্রেস কনফারেন্সে হওয়ার কথা রয়েছে। তাতে কোচ, অধিনায়ক, হামজা কথা বলবেন। এর আগে সকালে দলীয় ফটোসেশন হবে। বিকেল বা সন্ধ্যায় অনুশীলনে নামার কথা পুরো দলের। ফাহাদ করিম বলেছিলেন, ‘আমরা চাই হামজা এখানে এক দিন অনুশীলন করুন। তবে অনুশীন না জিম হবে, তা ঠিক করবেন কোচ। দেখা যাক কী হয়।’

ঢাকায় ফেরার দিন ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে হামজার সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। বাফুফের একটি সূত্র জানিয়েছে হামজা একজন বড় মাপের ফুটবলার। ব্রিটিশ নাগরিক, তার স্ত্রী ব্রিটিশ নাগরিক, সন্তানরাও আসবেন, মা রাফিয়া চৌধুরীও ব্রিটিশ নাগরিক। তিনিও থাকবেন। বিষয়টি ঢাকার ব্রিটিশ হাইকমিশন গুরুত্ব দিয়ে দেখছে। তাই তারা হামজাসহ পুরো পরিবারের সঙ্গে সাক্ষাত করতে চাইছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) সাংবাদিকদের সঙ্গে একটি সেশন থাকতে পারে হামজার। এর আগের দিন সৌদি আরবে ১৫ দিনের ক্যাম্প শেষে দেশে ফিরবে বাংলাদেশ দল। বুধবার দলের সঙ্গে প্রথম অনুশীলনে নামবেন এক সময়ে ইংল্যান্ড যুব দলে খেলা হামজা। বসুন্ধরা কিংস অ্যারেনায় হতে পারে ওই অনুশীলন।

বাংলাদেশের ফুটবলে অতীতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কাউকে দেখা যায়নি। আর বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনে এতবড় তারকাও নেই। বর্তমানে হামজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় উন্মাদনা বইছে। বাফুফে চাইছে সেই উন্মাদনা কাজে লাগাতে। প্রথমে হামজাকে লালগালিচা সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা ছিল।

সময় স্বল্পতার কারণে তা সম্ভব নয় বলে জানান ফাহাদ, ‘সংবর্ধনা দেওয়ার সুযোগ নেই। সরাসরি এসে ক্যাম্পে যোগ দেবেন। যদি ১৭ তারিখ সরাসরি কিংবা ১৮ তারিখেও ঢাকায় আসতেন, তাহলে সংবর্ধনা বা অন্য কিছু দেওয়া যেত।’

কোচ হাভিয়ের কাবরেরা চাইছেন ২০শে মার্চ সকালে অনুশীলন শেষে দুপুরের ফ্লাইটে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের উদ্দেশে ঢাকা ছাড়তে। হামজার পুরো পরিবার ভারতে যাবে খেলা দেখতে। সেভাবে পরিকল্পনা সাজানো হয়েছে। ২৫শে মার্চ ম্যাচ খেলে বাংলাদেশে ফিরবেন হামজা ও তার পরিবার। এক দিন ঢাকায় অবস্থান করবেন। এ সময় তিনি কিছু সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন। ২৮ মার্চ ঢাকা ছাড়ার কথা হামজা চৌধুরীর।

Related Articles

Leave a Reply

Back to top button