ক্রিপ্টোকারেন্সি পাচারের ৪৫ কোটি টাকা জব্দ

ঢাকা : ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাচার হওয়া অর্থের একটি অংশ জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৫ কোটি টাকা। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে এই অর্থ দেশে ফেরত আসতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
এই অর্থ মূলত মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ (এমটিএফই) প্ল্যাটফর্মের মাধ্যমে পাচার হয়েছিল। সিআইডির তথ্য অনুযায়ী, অর্থ উদ্ধারে বিভিন্ন পক্ষের সহযোগিতা পাওয়া গেলেও দেশে ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত নির্দিষ্ট আইন না থাকায় তদন্ত ও প্রতিরোধে চ্যালেঞ্জ বাড়ছে।
এমটিএফই কেলেঙ্কারির শুরু
প্রায় দুই বছর আগে এমটিএফই ভুয়া বিনিয়োগ প্রকল্প চালু করে। প্রতিষ্ঠানটি প্রলোভন দেখায়, কিছু টাকা বিনিয়োগ করলেই মিলবে সিইও হওয়ার সুযোগ, সঙ্গে প্রতিদিন দ্বিগুণ-তিন গুণ মুনাফা। বিনিয়োগকারীদের বলা হয়, বিদেশি ট্রেডিং অ্যাপে লেনদেন করতে হবে। এই প্রলোভনে পড়ে কয়েক হাজার তরুণ লাখ লাখ টাকা বিনিয়োগ করেন।
কিন্তু ২০২৩ সালের ১৭ আগস্ট হঠাৎ অ্যাপটি অকার্যকর হয়ে যায়। বিনিয়োগকারীরা তাদের অর্থ তুলতে না পেরে প্রতারিত হন। তদন্তে উঠে আসে, এমটিএফই চক্রটি বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ১১ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে, যার বড় অংশ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাচার হয়েছে।
পাচার হওয়া অর্থ উদ্ধারের প্রচেষ্টা
এই অর্থ পাচারে আন্তর্জাতিক এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইন্যান্স ও ওকেএক্স ব্যবহার করে চক্রটি। এই মাধ্যমে বিনিয়োগের টাকা ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা হয়। বিষয়টি তদন্তের দায়িত্ব পায় সিআইডি এবং ভুক্তভোগীদের তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে।
সিআইডির সাইবার ক্রাইম বিভাগের তদন্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, ‘আমরা ওকেএক্স প্ল্যাটফর্মে চিঠি পাঠিয়েছি। এরই মধ্যে প্রায় ৩.৭ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ কোটি টাকা) জব্দ করা সম্ভব হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি মাসে নতুন চিঠি পাঠানো হয়, আমরা সেই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি।’
তিনি আরও বলেন, দেশে ক্রিপ্টোকারেন্সি লেনদেন অবৈধ এবং এ বিষয়ে কোনো নির্দিষ্ট আইন নেই। তবুও প্রায় ২ শতাংশ মানুষ বিভিন্ন অ্যাপের মাধ্যমে লেনদেন করছে, যা অপরাধীদের জন্য সুযোগ তৈরি করছে। সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে এই ধরনের অর্থ পাচার আরও বড় আকার ধারণ করতে পারে।
বিশেষজ্ঞরা মনে করেন, অনেক দেশ ইতোমধ্যে ক্রিপ্টোকারেন্সিকে বৈধতা দিয়েছে, ফলে বাংলাদেশকেও একসময় একই পথে হাঁটতে হতে পারে। তবে অর্থপাচার ঠেকাতে কার্যকর আইন তৈরি করা জরুরি।
এমটিএফই চক্রের বিরুদ্ধে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের আরও ৩০টি দেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। সিআইডির তদন্ত ও আইনি কার্যক্রমের মাধ্যমে কতটা অর্থ পুনরুদ্ধার করা সম্ভব হবে, তা এখন সময়ই বলে দেবে।