ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ট্রাক চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হওয়ার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে তার সহকর্মীরা।
বুধবার সকাল ৮টার দিকে গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেডের শ্রমিকরা এ আন্দোলন শুরু করে। এর কিছু সময় পরই তারা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানান জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম।
নিহত জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার সুইং সেকশনের সিনিয়র অপারেটর ছিলেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, বুধবার ভোরে ৫টা ৪০ মিনিটে কারখানায় যাওয়ার পথে মহাসড়ক পার হতে গিয়ে ট্রাক চাপায় সহকর্মী তামান্না নিহত হয়েছেন। তার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করছেন।
শ্রমিকরা দাবি জানান, দ্রুত ট্রাক চালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের ভরণ পোষণসহ ক্ষতিপূরণ দিতে হবে।
সকাল সাড়ে ১০টার দিকে জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, “ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত আছেন। তারাসহ আমরা আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করছি।”