
ঘূর্ণিঝড় আলফ্রেডের তাণ্ডবে বিদ্যুৎহীন লক্ষাধিক বাড়িঘর
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় আলফ্রেডের তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন। এক লাখ ২০ হাজারেরও বেশি বাড়ি ও কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। খবর: এএফপি।
শনিবার নিম্নচাপ হিসেবে উপকূলে আঘাত হানার আগে আলফ্রেড বেশ কয়েকদিন ধরে উপকূলীয় ৪০০ কিলোমিটার এলাকা জুড়ে তাণ্ডব চালায়। টানা ৫ দিন প্রবল বাতাস ও ভারী বর্ষণ অব্যাহত ছিল।
এ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে একজন ৬১ বছর বয়সী ব্যক্তি প্রাণ হারিয়েছেন। শুক্রবার বন্যার পানিতে ভেসে যাওয়া একটি সেতু থেকে নদীতে পড়ে তিনি মারা যান।
বর্তমানে কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসে বাতাস ও বৃষ্টিপাতের তীব্রতা কমে এসেছে। তবে বিস্তীর্ণ এলাকা এখনও বিদ্যুৎহীন।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডে মঙ্গলবার সকাল পর্যন্ত ১ লক্ষ ১৮ হাজার বাড়িতে বিদ্যুৎ ছিল না। আঞ্চলিক বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এনার্জেক্স জানিয়েছে, শুক্রবারের মধ্যে ৯৫ শতাংশ সংযোগ পুনরুদ্ধার করা সম্ভব হবে।
এনার্জেক্স জানিয়েছে, দুই হাজারেরও বেশি কর্মী মাঠে কাজ করছে। আবহাওয়া অনুকূলে থাকায় হেলিকপ্টারযোগে বিচ্ছিন্ন এলাকার বিদ্যুৎ লাইন পরিদর্শন করা হচ্ছে।
এ ঘূর্ণিঝড়ে কুইন্সল্যান্ডে রাজ্যের ইতিহাসে সর্বোচ্চ ৪ লক্ষ ৫০ হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল।
উত্তর-পূর্ব নিউ সাউথ ওয়েলসে ৭,৬০০ বাড়ি ও কারখানায় এখনও বিদ্যুৎ নেই বলে এসেনশিয়াল এনার্জি জানিয়েছে।
ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ চলাকালীন বিদ্যুৎ সরবরাহ বারবার বন্ধ ও চালু হতে পারে বলেও এসেনশিয়াল এনার্জি সতর্ক করেছে।