
সেনাদের চিকিৎসা তথ্য ও হাজারো অস্ত্রধারীর ব্যক্তিগত তথ্য ফাঁস
জেরুজালেম: ইসরায়েলে এক বিশাল সাইবার হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা সেনাদের চিকিৎসা সংক্রান্ত গোপন নথি এবং হাজার হাজার অস্ত্রধারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে। গত সপ্তাহে এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট ও হারেৎজের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এ খবর জানিয়েছে।
ওয়াইনেট জানিয়েছে, সামরিক স্বাস্থ্যসেবাদাতা প্রতিষ্ঠান বিকুরোভার নেটওয়ার্কে এই সাইবার হামলা চালানো হয়। বিকুরোভা ইসরায়েলি সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থাকে স্বাস্থ্যসেবা প্রদান করে। সেনারা নিয়মিত এর ক্লিনিকে চিকিৎসা নেন এবং সামরিক কর্মীদের চিকিৎসা ছুটির অনুমোদনও এই প্রতিষ্ঠান দেয়।
হামলায় সেনাদের চিকিৎসা সংক্রান্ত গোপন নথি ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিকুরোভার সাইবার নিরাপত্তা বিভাগ হামলা ও ডেটা লিকের কথা স্বীকার করেছে এবং ইরানের হ্যাকারদের সংশ্লিষ্টতার অভিযোগ করেছে। যদিও তারা এর স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি।
অন্যদিকে, হারেৎজ জানিয়েছে, আরেকটি হ্যাকিংয়ের ঘটনায় হাজার হাজার ইসরায়েলি বন্দুকধারীর ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ পেয়েছে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে ২০২৫ সাল পর্যন্ত তথ্যও রয়েছে বলে জানা গেছে, যা নিরাপত্তা ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে।
ইসরায়েলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট ও বিকুরোভার সাইবার নিরাপত্তা দল এ ঘটনা তদন্ত করছে। ফাঁস হওয়া তথ্যের পরিমাণ ও ধরণ এখনও নির্ধারণ করা যায়নি। এ অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়েছে।