
পাকিস্তানের রাষ্ট্রদূতকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
রাষ্ট্রদূত কে কে আহসান ওয়াগান ছুটি কাটাতে লস অ্যাঞ্জেলেস যাচ্ছিলেন। এ সময় বিমানবন্দরে তাকে আটকে দেয় মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের বরাতে এতে বলা হয়, মার্কিন অভিবাসন দফতর জানতে পারে, তার ভিসার কিছু দিক ‘বিতর্কিত’ এবং ‘সন্দেহজনক’।
তুর্কমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তার কাছে বৈধ ভিসা ও কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে লস অ্যাঞ্জেলেস থেকে ফেরত পাঠানো হয়েছে। খবর দ্য নিউজের।
মঙ্গলবার (১১ মার্চ) প্রকাশিত ওই প্রতিবেদন অনুসারে, রাষ্ট্রদূত কে কে আহসান ওয়াগান ছুটি কাটাতে লস অ্যাঞ্জেলেস যাচ্ছিলেন। এ সময় বিমানবন্দরে তাকে আটকে দেয় মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের বরাতে এতে বলা হয়, মার্কিন অভিবাসন দফতর জানতে পারে, কে কে ওয়াগানের ভিসার কিছু দিক ‘বিতর্কিত’ এবং ‘সন্দেহজনক’। যদিও সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি।
এদিকে এ প্রসঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কে কে ওয়াগনকে আমেরিকা থেকে ফেরতে পাঠানো হয়েছে। অভিবাসন দফতরের আপত্তির কারণেই এ ঘটনা ঘটেছে। আর মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, অভিবাসন সংক্রান্ত নথি নিয়ে আপত্তির কারণে কে কে ওয়াগানকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ওয়াগান। তুর্কমেনিস্তানে পাকিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্ব নেয়ার আগে তিনি কাঠমান্ডুতে পাকিস্তানি দূতাবাসে দ্বিতীয় সচিবের দায়িত্বে ছিলেন। এমনকি তিনি লস অ্যাঞ্জেলেসে পাকিস্তানি কনস্যুলেটে ডেপুটি কনসাল জেনারেলও ছিলেন।