Leadঅপরাধ-আদালত

সালমান পরিবারের লন্ডনের ২ বাড়ি জব্দের আদেশ

ঢাকা : ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের নামে লন্ডনে থাকা দুটি বাড়ি জব্দের আদেশ দিয়েছে আদালত।

একই আদালত তার ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের নামে দুবাইয়ের দুটি ব্যাংক হিসাব এবং আরআর ট্রেডিং কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশও দিয়েছে। সোমবার (১০ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এগুলো জব্দ ও অবরুদ্ধের আবেদন করেছিলেন।

আবেদনে বলা হয়, সালমান এফ রহমান ও অন্যদের বিরুদ্ধে শেয়ার কারসাজির মাধ্যমে হাজারো কোটি টাকা লোপাট, বিভিন্ন ব্যাংকের প্রায় ৩৬ হাজার কোটি টাকার ঋণ আত্মসাৎ এবং এসব টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

দুদক বলছে, অনুসন্ধানে সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের নামে একাধিক ব্যাংক হিসাবের তথ্য পাওয়া যায়। তারা এসব ব্যাংক হিসাব হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের চেষ্টা করছেন।

“তাই সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচারের স্বার্থে তাদের স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।” এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য ও তার সহযোগীদের নামে থাকা ৩৭২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত।

এসব হিসাবে ৫৫ কোটি ৬ লাখ ৪৭ হাজার ১১৭ টাকা রয়েছে। গত ১৩ অগাস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে নৌপথে ‘পালানোর সময়’ সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

স্ত্রী-ছেলেসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে একই দিন একই আদালত সালমান এফ রহমান, তার স্ত্রী সৈয়দা রুবাবা রহমান, ভাই আহমেদ সোহাইল ফসিহুর রহমান, ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং আহমেদ সোহাইলের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, সালমান এফ রহমানসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। আদালত আবেদনটি মঞ্জুর করেন।

দুদকের আবেদনে বলা হয়, এই পাঁচজনের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান চলছে। “এ অবস্থায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া আবশ্যক।”

স্ত্রীসহ এএসপি নাজমুলের দেশত্যাগেও নিষেধাজ্ঞা
এ দিন ঢাকা মেট্রোপলিটন পুলিশ পল্লবী জোনের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ ও তার স্ত্রী সাদিয়া আইনুন নিশাতের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দেন বিচারক জাকির হোসেন গালিব।

দুদকের আবেদনে বলা হয়, নাজমুল হাসান ফিরোজের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, তিনি ও তার স্ত্রী বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

Related Articles

Leave a Reply

Back to top button